মতিয়ার রহমান,উলুবেড়িয়া
ভাগীরথী নদীর তীরে উলুবেড়িয়া ১নং ব্লকের প্রয়াত প্রাক্তন হীরাপুর গ্ৰাম পঞ্চায়েতের প্রধান হাফেজ আব্দুল রসিদ খাঁনের স্মৃতির উদ্দেশ্যে রক্তদান কর্মসূচি দিয়ে শুরু হলো হীরাপুর সবুজ সংঘের উদ্যোগে ষোলো দলীয় নক আউট ফুটবল প্রতিযোগিতা ও হীরাপুর গ্ৰামীন মেলা।
শুক্রবার প্রথমদিন স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ,বস্ত্র বিতরণ , ছাত্রছাত্রীদের বসে আঁকা প্রতিযোগিতা সহ একাধিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত প্রাক্তন হীরাপুর গ্ৰাম পঞ্চায়েতের প্রধান হাফেজ আব্দুল রসিদ খাঁনের স্মৃতির উদ্দেশ্যে স্মরন ও শহীদ বেদীতে মাল্যদান পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শনিবার ও রবিবার অনুষ্ঠিত হবে আকর্ষনীয় ফুটবল প্রতিযোগিতা।
শুক্রবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হীরাপুর পঞ্চায়েতের প্রধান উত্তম মাইতি,প্রাক্তন প্রধান সেখ বোরহান আলী,হীরাপুর সবুজ সংঘের সভাপতি মইদুল ইসলাম খান, সম্পাদক সেখ শামীম হোসেন, ক্রীড়া সম্পাদক শরীফ আহমেদ,বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ বন্দ্যোপাধ্যায় সহ ক্লাবের সকল সভ্যবৃন্দ।



