মতিয়ার রহমান,উলুবেড়িয়া
নুন্যতম মাসিক ১৫০০০টাকা বেতন,গ্ৰাচুয়টি, একাধিক সামাজিক সুরক্ষা, ক্যাজুয়াল লিভ, মাতৃত্বজনিত ছুটি সহ একাধিক দাবিতে ২৩শে ডিসেম্বর থেকে ভাতা বৃদ্ধি সহ গুরুত্বপূর্ণ দাবি আদায়ের লক্ষ্যে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের (এ আই ইউ টি ইউ সি অনুমোদিত) নেতৃত্বে লাগাতার কর্ম বিরতির সঙ্গে বিভিন্ন কর্মসূচি বীরত্বের পালন করছেন। বিশেষতঃ গতকাল প্রশাসনিক সমস্ত ধরনের চূড়ান্ত বাধা সত্ত্বেও যে ঐতিহাসিক গৌরবময় লড়াইয়ের দৃষ্টান্ত স্থাপন করেছেন তা সমস্ত পশ্চিমবঙ্গবাসী প্রত্যক্ষ করেছেন।
গতকালের বর্বর পুলিশী হয়রানির প্রতিবাদে আজ সারা পশ্চিমবঙ্গ জুড়ে "প্রতিবাদ দিবসের" ডাক দেওয়া হয়েছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে আজ বৃহস্পতিবার উলুবেড়িয়া স্টেশনে দুপুর ২টায় হাওড়া গ্রামীণ জেলার সমস্ত আশা কর্মীরা জমায়েত হয়ে একটি সুসজ্জিত মিছিল সংঘটিত করে। উলুবেড়িয়া স্টেশনে বক্তব্য রাখেন হাওড়া গ্রামীণ জেলার আশা কর্মী ইউনিয়ন (আই ইউ টি ইউ সি অনুমোদিত) এর সম্পাদিকা রিনা ভট্টাচার্য ও সভানেত্রী মধুমিতা মুখার্জি এবং এ আই ইউ টি ইউ সি হাওড়া জেলা কমিটির সম্পাদক নিখিল বেরা।
পরে বিভিন্ন দাবি সম্বলিত প্লাকার্ড হাতে নিয়ে এই মিছিলটি এসডিও অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে।





