মতিয়ার রহমান,উলুবেড়িয়া
মহিলাদের কর্ম জীবনের এক দিশা, মেকআপ বা রূপচর্চা, তার ই পুরষ্কার বিতরণী রাইজিং এডওয়ার্ড ২০২৫।
মেকআপ বা রূপচর্চা শিক্ষা গ্ৰহন করে বিকল্প জীবিকা নির্বাহের পথ দেখিয়ে চলছে মেকআপ শিল্পী মনিমালা মন্ডল।
মনিমালা দ্যা মেক ওভার একাডেমীর বর্ষ শেষের অনুষ্ঠান অনুষ্ঠিত হলো হাওড়া জেলার শ্যামপুরের একটি হলে।
বুধবার ২০২৫ এর শেষ দিনে বিখ্যাত মেকআপ শিল্পীর উদ্যোগে রাইজিং স্টার ২০২৫এর ৩য় পুরষ্কার বিতরণ।
উল্লেখ্য মেকআপ শিল্প বা রূপচর্চা হলো একটা বিকল্প রোজগার ব্যবস্থা, সেটা প্রমাণ করে দিয়েছেন স্নাতকোত্তর মেকআপ শিল্পী মনিমালা মন্ডল, চাকরির বিকল্প হিসেবে মেকআপ শিল্পকলা কে পাথেয় করে জীবিকা নির্বাহ করা যায় তা তিনি প্রমাণ করে দিয়েছেন।
হাওড়া জেলার শ্যামপুর থেকে শুরু করে একাধিক শাখার মাধ্যমে মেকআপ শিল্পকে কিভাবে বিকল্প জীবিকা হিসেবে নেওয়া যায় সেটা মনিমালা দ্যা মেকওভার একাডেমীর মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে।
বিখ্যাত মেকআপ শিল্পী ও উদ্যোক্তা মনিমালা মন্ডল জানান, বর্তমানে প্রতিটি পরিবারের মহিলারা কমবেশি মেকআপের সঙ্গে যুক্ত,তাই মেকআপ একটা জীবিকা অর্জনের জন্য আমরা নিরলশ ভাবে বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের শিক্ষাদান করে চলেছি।
নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে একাডেমীর ২০২৫বর্ষের ৮০জন ছাত্রছাত্রীদের বিভিন্ন বিভাগের শংসাপত্র ও সংবর্ধনা দেওয়া হয়।
উপস্থিত ছিলেন সিরিয়ালখ্যাত শিল্পী দেবাদ্রিতা বসু,
হাওড়া জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ শ্রীধর মন্ডল বলেন মেকআপ শিল্পী মনিমালা মন্ডল এক নতুন দিক উন্মোচন করেছেন,এক সাক্ষাৎকারে মনিমালা মন্ডল বলেন চাকরির আশায় না বসে বিশেষ করে মহিলাদের জীবিকার এক বিকল্প পথে হেঁটে তিনি গর্বিত।
শ্যামপুর ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি মৃন্ময় মান্না,বিডিও বিপ্লব কুমার বল বলেন মহিলাদের এই ধরনের জীবিকার পথ এক নতুন দিকের সূচনা করলেন,
যুগ্ম বিডিও শান্তনু দে,শ্যামপুর ১নং পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি প্রশান্ত কুমার দাস,কর্মাধ্যক্ষ্য কৃষ্ণেন্দু পুরকাইত, কর্মাধ্যক্ষ দীনবন্ধু সামন্ত। জেলা পরিষদের সদস্যা মন্দিরা মন্ডল, প্রাক্তন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শ্রীধর মন্ডল সহ বিভিন্ন স্বমহিমায় প্রতিষ্ঠিত মেকআপ শিল্পী সহ একাধিক ব্যক্তিত্ব।
মুখ ও বধির শিল্পী সৃজনী সাঁতরার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো এবং সবথেকে আকর্ষনীয় ছিলো রাম শো প্রদর্শনী বা ফ্যাশন শো।











