নিজস্ব সংবা
:
টিকিট টু খড়গপুর । হাতে নিল তিরিশজন জেনিথ এর মেধাবী স্টুডেন্ট । রবিবার দুপুর ছিল স্বপ্নকে কিছুটা হাতের মুঠোয় ধরা। হাওড়ার শরৎ সদনে তখন হল ভর্তি দর্শক। সেখানেই মঞ্চে জেনিথ এর ২০ টি সেন্টারের অল ইন্ডিয়া বেসিস জেড এস টি পরীক্ষায় প্রথম তিরিশজন প্রতিভাবন স্টুডেন্টরা যাবে খড়গপুর ইঞ্জিনিয়ারিং কলেজে। সেখানে প্রাক্টিক্যাল ও থিওরি সবরকম শিক্ষা তাঁরা হাতে কলমে শিক্ষালাভ করবে। সেখানে জেনিথের পুরোনো স্টুডেন্টরাও তাদের শিক্ষালাভ দেবে। এমনই কথা বললেন জেনিথ শিক্ষা প্রতিষ্ঠানের ফাউন্ডার পার্টনার অফ জেনিথ রণজিৎ চক্রবর্তী । তিনি বলেন ইংরাজি মাধ্যমের দুটি বোর্ড সহ দেশের সমস্ত রাজ্যের বোর্ডের সিলেবাস অনুযায়ী এই জেড এস টি পরীক্ষা নেওয়া হয়েছিল । সেখানেই যারা সব সেন্টারের টপ টেনের মধ্যে ছিল তাদের রবিবার দুপুরে হাওড়ার শরৎ সদনের এক নম্বর প্রেক্ষাগৃহে পুরস্কার ও সম্বর্ধনা দেওয়া হল। আর তাদের মধ্যে মেধাবী তিরিশ জনকে জেনিথ স্কলারশিপ অফ জেড এস টির খড়গপুর আইআইটি কলেজে টিকিট টু খড়গপুর দেওয়া হল বলে তিনি জানান । মূলত গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে জেনিথ এর সংগঠন আছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও তাঁদের সেন্টার আছে। জেনিথের ফাউন্ডার বরুন গোয়েঙ্কা, আলপেশ্বর পন্ডিত ও কেমিস্ট্রি এইচ ও ডি রিতেশ পান্ডে জানান আগে কোলকাতার শিক্ষা ব্যবস্থার সুনাম সবার আগে ছিল। তাই শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কোলকাতার হৃত গৌরব ফিরিয়ে আনাই তাঁদের প্রধান লক্ষ্য । কারন জেইই ও নিট পরীক্ষায় সাফল্যের হার জেনিথ এর স্টুডেন্টরা বেশ ভালই সফল বলে তাঁরা জানান ।

