নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
হাতে তাদের জাতীয় পতাকা। বুকে বন্দেমাতরম ও জনগনমন ধ্বনী। ওদের নিজস্ব কোনও পরিচয় গৌন। একটাই পরিচয় ওরা ভারতবাসী। দেশজুড়ে পালিত ৭৭তম প্রজাতন্ত্র দিবসের এই বিশেষ দিনটি উপলক্ষে হাওড়ার সাঁতরাগাছি সুলতানপুর এলাকায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করল সমাজসেবী সংগঠন ‘সেবার আলো’।
সারাবছর বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত থাকলেও, এদিনের মূল আকর্ষণ ছিল সংগঠনের নিজস্ব স্কুলের কচিকাঁচাদের নিয়ে আয়োজিত বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। সোমবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ‘সেবার আলো’ সংগঠনের সর্বভারতীয় সভাপতি । এরপর সংগঠনের খুদে পড়ুয়াদের নিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। ছোট ছোট ছেলেমেয়েদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ইংরেজি বক্তৃতা, কবিতা আবৃত্তি এবং দেশাত্মবোধক গানের মাধ্যমে তারা দেশপ্রেমের বার্তা পৌঁছে দেয়।
অনুষ্ঠানের অন্যতম বিশেষ মুহূর্ত ছিল স্কুলের এক শিক্ষিকাকে সংবর্ধনা প্রদান। যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে সংগঠনের পক্ষ থেকে ওই শিক্ষিকার হাতে একটি সাইকেল উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা তথা প্রধান সম্পাদক সেখ মোবারক জানান, "আমরা সারা বছরই বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি। আজ আমাদের স্কুলের খুদে পড়ুয়াদের নিয়ে আনন্দ ভাগ করে নিতেই এই বিশেষ আয়োজন। তাদের প্রতিভা এবং উৎসাহ আমাদের আগামী দিনে আরও কাজ করার অনুপ্রেরণা দেয়।"
এলাকার সাধারণ মানুষ এবং অভিভাবকদের উপস্থিতিতে এদিনের অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়। মূলত কচিকাঁচাদের উৎসাহ প্রদান এবং সামাজিক দায়বদ্ধতা পালনের লক্ষ্যেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছিল বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
