নিজস্ব প্রতিবেদক, শ্যামপুর
শতবর্ষ পূর্তি উদযাপন তিনদিন ব্যাপী শ্যামপুরের অযোধ্যা বেলপুকুর হাইস্কুলের । জাতীয় পতাকা উত্তোলন, মনীষীদের প্রতিকৃতিতে মাল্যদান এবং এলাকায় প্রভাত ফেরী করে শনিবার অনুষ্ঠানের শুভ সূচনা অনুষ্ঠিত হয়। ফিতা কেটে ও প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা হয়।
শনিবার এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন ইনিস্টিটিউট অব কালচারের মহিরাজ স্বামী সুমনসানন্দজী, শ্যামপুর ২পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি নদেবাসী জানা,হাওড়া জেলা পরিষদ জনস্বাস্থ্য কারিগরি ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ জুলফিকার আলী মোল্লা,
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৌগত দীর্ঘাংগী, বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি সাইদুল ইসলাম খান,সম্পাদক বিমান চন্দ্র পাত্র।
বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে জানানো হয় বিদ্যালয়ের নিজস্ব কোনো খেলার মাঠ নেই, এছাড়াও জরুরি প্রয়োজন ল্যাবরেটরি, পাঠাগার, এবং স্মার্ট ক্লাসরুম।
এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত স্কুলের সকল প্রাক্তন ছাত্র, ছাত্রী, ও বর্তমান ছাত্র ছাত্রী ও সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে বসে আঁকা প্রতিযোগিতা,কুইজ,রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত সহ নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে চলবে আগামী ২৬শে জানুয়ারি পর্যন্ত।








