মতিয়ার রহমান,উলুবেড়িয়া
জাতীয় অনুর্ধ ১৯ যুব হ্যান্ডবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেও গলায় আক্ষেপ বাংলার উদীয়মান খেলোয়াড়ের।
সম্প্রতি দিল্লিতে গত ১০ থেকে ১৪ই জানুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল হ্যান্ডবল ফেডারেশন অফ ইন্ডিয়ার উদ্যোগে ৪৭তম অনুর্ধ উনিশ জাতীয় যুব হ্যান্ডবল প্রতিযোগিতা ২০২৬।
যদিও অনূর্ধ্ব জাতীয় যুব হ্যান্ডবল প্রতিযোগিতায় বাংলার স্থান খুব ভালো হয় নি, কিন্তু বাংলা দলে হাওড়া জেলার একমাত্র খেলোয়াড় বেসরকারি বিদ্যালয়ে পাঠরত এবারের মাধ্যমিক পরীক্ষার্থী শ্যামপুরের হোগলাশির সেখ সোহেল রাজা।
জাতীয় যুব হ্যান্ডবল প্রতিযোগিতায় অংশগ্রহণ ও অনুভূতি সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন জেলায় হ্যান্ডবল খেলার কোনো পরিকাঠামো নেই, বিদ্যালয়ের ক্লাসের শেষে বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সুদীপ্ত দাস ও কুশল মন্ডল সারের প্রশিক্ষণের মাধ্যমে বাংলা দলে সুযোগ ও জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতায় অংশগ্রহণ হয়েছে।
ভবিষ্যতে যদি আরো উপযুক্ত প্রশিক্ষণের সুযোগ পায় তাহলে আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবো।
আর যদি উপযুক্ত সুযোগ সুবিধা না পাওয়া যায় তাহলে জাতীয় সেনাবাহিনীতে যোগদান করার ইচ্ছা আছে।
সোহেল রেজার পিতা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ,মা একজন গৃহবধূ, পরিবারের সকলেরই আশা তাদের বাড়ির সন্তান ক্রীড়া জগতেই প্রতিষ্ঠিত হোক।

