নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
হাওড়ার ডুমুড়জলা ইন্ডোর স্টেডিয়ামে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীদের নিয়ে উচাঙ্গ সংগীতের আসর বসুক। সবরকম সহযোগিতা করবো। বক্তা রাজ্যের মন্ত্রী অরূপ রায় । সময় শনিবার সন্ধ্যা ছটা।
প্রেক্ষাপট হাওড়ার শরৎ সদনের এক নম্বর পেক্ষাগৃহে সুর সঙ্গমের চল্লিশতম বার্ষিক ক্ল্যাসিক্যাল মিউজিক কনফারেন্স । সেখানেই এই অনুষ্ঠানের সূচনা করে মন্ত্রী অরূপ রায় এই প্রস্তাব রাখলেন সুর সঙ্গমের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী পন্ডিত অলোক লাহিড়ীকে। পন্ডিত অলোক লাহিড়ী জানান এই বছর ডিসেম্বর মাসে এই আন্তর্জাতিক আসর বসবে হাওড়ার ডুমুড়জলা ইন্ডোর স্টেডিয়ামে ।
মন্ত্রী অরূপ রায় বলেন তিনি একবার কোলকাতায় প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্রের সঙ্গে একটি উচাঙ্গ সংগীতের অনুষ্ঠানে গিয়েছিলেন । সেখানে হাওড়ার শিল্পীরা উপস্থিত ছিলেন। তাই ডুমুড়জলায় যেন এই আন্তর্জাতিক শাস্ত্রীয় সংগীতের অনুষ্ঠানে হাওড়ার শিল্পীরা অংশগ্রহণ করেন । মন্ত্রীর এই আবেদনে সাড়া দেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী সরোদ বাদক পন্ডিত অলোক লাহিড়ী । তিনি বলেন সেই অনুষ্ঠানে হাওড়ার বহু শিল্পীরা উপস্থিত থাকবেন। পন্ডিত অলোক লাহিড়ীর ছেলে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী অভিষেক লাহিড়ীও জানান মন্ত্রীর আবেদন অনুযায়ী এই অনুষ্ঠান হবে হাওড়ার ডুমুড়জলা ইন্ডোর স্টেডিয়ামে ।
