মতিয়ার রহমান,উলুবেড়িয়া
শনিবার কেন্দ্রের জনবিরোধী নীতি ও বাংলার প্রতি বঞ্চনার প্রতিবাদে ও এস আই আর হিয়ারিং নিয়ে সাধারণ মানুষের হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শনিবার বিকেলে হাওড়া জেলা গ্ৰামীন তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এক এক প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয় উলুবেড়িয়ায়।
এদিন বিকেলে উলুবেড়িয়ার গঙ্গারামপুর মোড় থেকে এক বিশাল মিছিল শুরু হয়ে উলুবেড়িয়া উপ সংশোধনাগারের সামনে এসে শেষ হয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
হাওড়া জেলা গ্ৰামীন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশীষ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
মিছিলে হাঁটেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা সাংসদ সায়নী ঘোষ,
তিনি তার বক্তব্যে বলেন মোদী সরকার নির্বাচন কমিশনকে কিনে নিয়েছে। যারফলে এস আই আর হিয়ারিং এর নামে মানুষকে বিভ্রান্ত করে চলেছে। তিনি বিজেপিকে বাংলা জ্বালাও পাটি বলে আখ্যায়িত করেন।
মিছিলে আরো হাঁটেন রাজ্যের মন্ত্রী পুলক রায়,
তিনি বলেন আগামী নির্বাচনে জেলায় ১৬টি আসন তৃণমূল কংগ্রেস জয়লাভ করে প্রমাণ করে দেবে বাংলায় বিজেপির স্থান নেই
প্রতিবাদ বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন বিধায়ক ডাঃ নির্মল মাজী, বিদেশ রঞ্জন বসু, বিধায়ক প্রিয়া পাল,সাংসদ প্রসুন ব্যানার্জি, সাংসদ সাজদা আহমেদ,অজয় ভট্টাচার্য, পৌর প্রধান অভয় কুমার দাস উপপৌরপ্রধান সেখ ইনামুর রহমান চেয়ারম্যান ইন কাউন্সিল সেখ আকবর, অজয় মন্ডল সহ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের নেতাকর্মীরা।




