শুরু হলো জেলা আয়ুষ মেলা, শ্যামপুর








মতিয়ার রহমান, উলুবেড়িয়া
 
 হাওড়া জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে শ্যামপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত বারগ্রiম গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে শুক্রবার বনমালীনগর বাজারে দুদিন ব্যাপী আয়ুষ মেলার শুভ সূচনা অনুষ্ঠিত হইল। এই সূচনার দিনে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের কে নিয়ে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হইল। 



প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা হয়।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,শ্যামপুর কেন্দ্রের বিধায়ক কালিপদ মন্ডল, আরো উপস্থিত ছিলেন শ্যামপুর ২পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মাননীয় নদেবাসি জানা, হাওড়া জেলা পরিষদ জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ জুলফিকার আলী মোল্লা,উপস্থিত ছিলেন উলুবেড়িয়া মহকুমা শাসক মানস কুমার মন্ডল,




 হাওড়া জেলা পরিষদ সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য, শ্যামপুর ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি মৃন্ময় মান্না,বারগ্রiম অঞ্চলের প্রধান প্রণব ঘোষ,উপপ্রধান মাননীয় কুন্তল বেরা,এছাড়াও উপস্থিত ছিলেন হাওড়া জেলা বিভিন্ন দপ্তরের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...