এস আই আর হয়রানির প্রতিবাদে সিপিএমের বিক্ষোভ, ডেপুটেশন: উলুবেড়িয়া










মতিয়ার রহমান,উলুবেড়িয়া 

এস আই আর হিয়ারিং এর নামে সাধারণ মানুষকে হেনস্থা বন্ধ করার দাবিতে শুক্রবার সিপিএমের পক্ষ হতে উলুবেড়িয়ায় অবস্থান বিক্ষোভ ও মহকুমা শাষকের কাছে ডেপুটেশন প্রদান করা হলো।
শুক্রবার বিকেলে সিপিএমের কর্মী সমর্থকরা উলুবেড়িয়া উপ সংশোধনাগারের সামনে জমায়েত হয়ে অবস্থান বিক্ষোভ করেন।
এছাড়াও উলুবেড়িয়া মহকুমা শাষকের কাছে কমরেড সাবিরুদ্দিন মোল্লার নেতৃত্বে পাঁচ জনের প্রতিনিধি দল গিয়ে মহকুমা শাষকের কাছে ডেপুটেশন দেয়।



এস আই আর হিয়ারিং এর নামে সাধারণ মানুষকে হয়রানি বন্ধ করার দাবি জানানো হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কমরেড ডঃ অরুন জাসু, অপর্ণা পুরকাইত,কমরেড পরেশ পাল,গৌতম পুরকাইত প্রমুখ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...