নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
রক্তদান শিবিরতো হয়। রক্তদাতাদের সংখ্যাও ঠিকঠাক । কিন্তু আপদকালীন বিপদের সময় রক্তের প্রয়োজনে কোথায় যাবেন ? যদি নেগেটিভ গ্রুপের রক্ত হয় , ব্ল্যাড ব্যাঙ্কে সেই রক্ত বেশি না থাকে ! তখন কি করবেন ? এবার সেই সমস্যার সমাধান হল হাওড়ার আন্দুলের ঝোড়হাটে। মঙ্গলবার সন্ধ্যায় হাওড়ার আন্দুলে ঝোড়হাট গ্রামপঞ্চায়েতের উদ্যোগে আয়োজিত হল এক ব্যতিক্রমী অনুষ্ঠান ।
রক্তদাতাদের রক্তের গ্রুপ ও ফোন নম্বর সংগ্রহ করে ঝোড়হাট গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি রক্ত গ্রুপ ডাইরেক্টরির উদ্বোধন হল এদিন । পাশাপাশি গরীব দুঃস্থ মানুষদের মধ্যে চারজনকে বিনাব্যয়ে গ্যাস সিলিন্ডার দেওয়া হল। হাওড়ার ঝোড়হাট গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জয় অধিকারীর উদ্যোগে অনুষ্ঠিত হল এই অনুষ্ঠান । উপস্থিত ছিলেন সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অরুপেশ ভট্টাচার্য । প্রসঙ্গত ক্লাব সংগঠক দিব্যেন্দু ব্যানার্জির অনুরোধে এই ব্ল্যাড গ্রুপ ডকুমেন্টারির তৈরি করলেন টিম ঝোড়হাট গ্রাম পঞ্চায়েত।
অরুপেশ ভট্টাচার্য জানান এই পথ সকল গ্রাম পঞ্চায়েতকে অনুসরণ করতে হবে। এই গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জয় অধিকারী জানান সবসময় সব গ্রুপের রক্ত সব জায়গায় পাওয়া যায় না। এই ডকুমেন্টারি তে এই এলাকার বিভিন্ন জায়গায় রক্তদাতাদের রক্তের গ্রুপ ও ফোন নম্বর নথিভুক্ত আছে। যাতে বিপদের সময় রক্তের প্রয়োজনে তাঁরা সহজেই এই ব্ল্যাড গ্রুপ ডকুমেন্টারির সাহায্যে নথিভুক্ত রক্তদাতাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে বলে তিনি জানান। পাশাপাশি এই অনুষ্ঠানে এই আঞ্চলের যে সমস্ত ক্লাব সংগঠন রক্তদান করে তাদের উৎসাহিত করতে আর্থিক অনুদানও দেওয়া হয় পঞ্চায়েতের পক্ষ থেকে । এই অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন ঝোড়হাট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বানী পাত্র ও জ�

