"ভোট চোর গদি ছোড় ", কংগ্রেসের কর্মসূচি: উলুবেড়িয়া

 





মতিয়ার রহমান, উলুবেড়িয়া 





বৃহস্পতিবার বিকেলে জাতীয় কংগ্রেসের হাওড়া জেলা গ্ৰামীনের উদ্যোগে বৃহস্পতিবার উলুবেড়িয়া মহকুমা শাসকের কার্যালয়ের সামনে"ভোট চোর গদি ছোড়" স্লোগান নিয়ে স্বাক্ষর অভিযান ও ভাটাধিকার সম্মেলন অনুষ্ঠিত হলো।





সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক ও পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর বলেন কেন্দ্রের ভাজপা সরকার নির্বাচন কমিশনের মাধ্যমে ভোট চুরি করে কেন্দ্রে এবং একাধিক রাজ্যে ভোট চুরির মাধ্যমে বলপূর্বক ভাবে সরকার গঠন করেছে এবং সেটা রাহুল গান্ধী জনসমক্ষে প্রকাশ করে দিয়েছে।এক প্রশ্নের জবাবে তিনি বলেন পশ্চিমবঙ্গে কংগ্রেসের পাঁচ শতাংশ ভোটকে পঁচিশ শতাংশ করার লক্ষ্য নিয়ে তিনি কাজ করছেন। রাজ্যের বিধানসভা নির্বাচনের সময় জোটের বিষয়ে পরিস্থিতির উপর নির্ভর করবে বলে বলেন।

প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার বলেন কেন্দ্রের বিজেপি সরকার সারা দেশে নির্বাচন কমিশনের মাধ্যমে ভোট চুরি করে চলেছে এবং রাজ্যে চলছে সন্ত্রাস।





অনুষ্ঠানে প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি প্রদীপ ভট্টাচার্য বলেন বাংলাতেও ক্ষমতাসীন দল বিভিন্ন কায়দায় ভোট চুরি করে চলেছে।

জাতীয় কংগ্রেসের হাওড়া জেলা গ্ৰামীনের সভাপতি আলম দেইয়ান , কংগ্রেসের নেতা সেখ হাফিজুর রহমান,সেখ সুজাউদ্দিন ,রিভু সান্যাল, মঞ্জুর আলম প্রমুখ।






উল্লেখ্য "ভোট চোর গদি ছোড়" গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়।


AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...