মতিয়ার রহমান,উলুবেড়িয়া
উলুবেড়িয়া উত্তর চক্রের অফিসে প্রকাশিত হলো দেওয়াল ম্যাগাজিন "নতুন আলো"।
লে চক্রের বি
ভিন্ন শিক্ষক শিক্ষিকা ও অফিস কর্মীদের লেখা নিয়ে প্রকাশিত হয় দেওয়াল ম্যাগাজিন,
তিবার
দেওয়াল ম্যাগাজিন "নতুন আলো" প্রকাশিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের অধ্যক্ষ অজয় মন্ডল, উলুবেড়িয়া ১নং ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক, পঞ্চায়েত সমিতির সভাপতি অতীন্দ্র শেখর প্রামাণিক,উলুবেড়িয়া উত্তর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সুরাজ মন্ডল,
উলুবেড়িয়া ১নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শুভ্রা মন্ডল, মৎস্য কর্মাধ্যক্ষ মফিজুল হক,সুবিমল দত্ত প্রমুখ।