আই এস এফকে বিজেপির বি টিমবলে আখ্যায়িত করেন রাজ্যের মন্ত্রী পুলক রায়




নিজস্ব প্রতিবেদক, শ্যামপুর 






প্রবীণ তৃনমূল কংগ্রেসের কর্মীদের সংবর্ধনা দিয়ে এবং  বিভিন্ন দল থেকে দলত্যাগ করে তৃনমূল কংগ্রেসে যোগদানের মধ্য দিয়ে শ্যামপুর কেন্দ্র তৃনমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হলো।
শনিবার বিকেলে শ্যামপুরের বেলপুকুর কলেজের অদুরে একটি হলের সামনে ।


শ্যামপুর বিধানসভার ১৪টি অঞ্চলের প্রবীণ তৃনমূল কংগ্রেসের কর্মীদের সংবর্ধনা প্রদান করা হয় এছাড়াও খাড়ুবেড়িয়া পঞ্চায়েতের নির্বাচিত আই এস এফের সদস্য ও তার সঙ্গী সাথীদের নিয়ে ও ডি এম ঘাট ২নং অঞ্চলের বিজেপির নেতা ও কয়েকজন কর্মীদের নিয়ে দলত্যাগ করে তৃনমূল কংগ্রেসে যোগদান করেন, তাদের হাতে দলীয় পতাকা তুলে দেয় হাওড়া জেলা গ্ৰামীন তৃনমূল কংগ্রেসের সভাপতি ও বিধায়ক অরুনাভ সেন।
বিধায়ক অরুনাভ সেন তার বক্তব্যে বলেন আশির দশক ও নব্বইয়ের দশকের রাম এখনকার বাম শুধু জামা বদলেছে, তিনি বলেন আগামী ৫০বৎসর শ্যামপুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে বলে দাবি করেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পুর্তমন্ত্রী পুলক রায় বলেন গত বৎসর দূর্গোৎসবের সময় বিরোধী দুর্বৃত্তরা পরিবেশ নষ্ট করার চেষ্টা করেছিল, এই বৎসর সচেতন মানুষ শান্তিপূর্ণভাবে দূর্গোৎসব সম্পন্ন করেছে। তিনি বিভিন্ন দল থেকে যোগদানের বিষয়ে বলেন আই এস এফ হলো বিজেপির বি টিম,
কারন যারা বিজেপির কথা শুনে আই এস এফ করতেন তারা ভুল বুঝতে পেরে তৃনমূল কংগ্রেসে যোগদান করেন।



বাড়ি বাড়ি পানীয় জলের কাজ বাধাগ্রস্ত হচ্ছে কারন কেন্দ্রীয় সরকার টাকা আটকে রেখেছে ইচ্ছাকৃতভাবে।

এস আই আর নিয়ে তিনি বলেন একটা ভোটারদের ও নাম বাদ গেলে তৃনমূল কংগ্রেস ছেড়ে কথা বলবে না, ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য বিজেপি চক্রান্ত করে চলেছে। এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২৬০এর বেশি আসন জয়লাভ করবে এবং মমতা ব্যানার্জি চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রী হবে। বিরোধী দলের নেতা হিসেবে এবার থাকবে না।


অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আমতার বিধায়ক সুকান্ত পাল, শ্যামপুরের বিধায়ক কালীপদ মন্ডল, হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জুলফিকার আলী মোল্লা, শ্যামপুর কেন্দ্র তৃনমূল কংগ্রেসের সভাপতি নদেবাসী জানা,শ্রীধর মন্ডল, মহিলা নেত্রী মন্দিরা মন্ডল, মৌমিতা দাস, কৃষ্ণেন্দু পুরকাইত,দীপক দাস প্রমুখ।


AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...