নিজস্ব প্রতিবেদক,শ্যামপুর
বাড়কোলিয়া সার্বজনীন দূর্গোৎসব কমিটির এবারের থিম জাতীয় পতাকার আদলে মন্ডপ এবং স্বাধীনতা সংগ্ৰামী ও জাতীয় মনিষীদের ছবি , এবং রাজ্য সরকারের পরিবেশ সচেতনতা এবং জনমুখী প্রকল্পকে তুলে ধরা হয়েছে যা রাজ্য সরকারের এক প্রতিচ্ছবি।
এছাড়াও প্রত্যন্ত অঞ্চল নবগ্ৰাম অঞ্চলের ৪জন নতুন এম বি বি এস পাশ করা যথাক্রমে ডাঃ সোহেল মোল্লা, ডাঃ সিরিন মোল্লা, ডাঃ সৌভিক প্রামাণিক, ডাঃ আশিষ মন্ডল ,চিকিৎসককে পূজা কমিটির পক্ষ হতে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।
সপ্তমীর দিন মন্ডপ পরিদর্শন করেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্তমন্ত্রী পুলক রায়, সঙ্গে ছিলেন হাওড়া জেলা পরিষদের অধ্যক্ষ অজয় মন্ডল,নবগ্ৰাম পঞ্চায়েতের প্রধান আজনবী মোল্লা, উপপ্রধান লুৎফর রহমান খান, বিশিষ্ট শিক্ষক জয়ন্ত মন্ডল, পূজা কমিটির সম্পাদক বুদ্ধদেব মন্ডল, সভাপতি অজয় মন্ডল, দেশবন্ধু ভক্তা, গোপীনাথ ভক্তা,শিবনাথ ভক্তা প্রমুখ।



