হাওড়ার কালীপুজোয় কেদারনাথ দর্শন







নিজস্ব সংবাদদাতা, হাওড়া:  
যারা ব্য়স্ক ,  অতিরিক্ত  হাঁটাহাটি করতে পারেন না কিংবা পয়সার জন্য কেদারনাথ দর্শন করতে পারেন নি। তাদের জন্য সুখবর। হাওড়ার জগাছার পঞ্চপাণ্ডব ক্লাবের কালীপুজোয় এলেই হয়ে যাবে কেদারনাথ পাহাড় ও কেদারনাথ মন্দির দর্শন।


 ৫৩তম বর্ষে তাঁদের এবছর কালীপুজোর থিমের নাম মা আসছেন কেদারনাথে। ক্লাবের কোষাধ্যক্ষ রাজেস দাস জানান কেদারনাথ পাহাড় ও কেদারনাথ মন্দির করা হয়েছে তাদের পুজো মন্ডপে । দর্শনার্থীরা পাহাড়ে উঠে নিচে নেমে কালী ঠাকুর দর্শন করবে। মন্ডপের মধ্যে থাকবে শিবমূর্তি।


 ক্লাবের সর্বেসর্বা অসিত ঘোষ ও পুজো কমিটির সম্পাদক সুবীর ঘোষ  ও তাপস ঘোষ , সুরজিত ঘোষ , প্রতিক ঘোষ  জানান ,  মন্ত্রী মনোজ তিওয়ারি রবিবার তাঁদের পুজোর উদ্বোধন করেন।  এবছর তাঁদের পুজোর বাজেট প্রায় দু লক্ষ টাকা।  তাঁদের কালী মূর্তি সাবেকি ।  পুজোয় সমস্ত প্রশাসনিক বিধি নিষেধ মেনে আয়োজন করা হচ্ছে বলে তিনি জানান । অপরদিকে হাওড়ার জগাছার ধাড়সা গভর্নমেন্ট কলোনির প্রান্তিক অ্যাসোসিয়েশনের এবছর পুজো ৬ বর্ষ। এই পুজোয় ফুটে ওঠে বাংলার সংস্কৃতি ।







 এই পুজোর অন্যতম উদ্যোক্তা রতন আইচ রায়, রবীন গোপ ও সঞ্জয় বৈদ্য জানান , তাদের পুজো যেমন ঘটা করে হয় ঠিক তেমন বড় করে হয় সাংস্কৃতিক ও বিচিত্রানুষ্ঠান।




 তাদের পুজোয় অনুষ্ঠিত হবে বাংলার সংস্কৃতি বাউল গান ও অন্যান্য অনুষ্ঠান ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...