ধাড়সা ইয়ূথ অ্যাসোসিয়েশনের কালীপুজোর থিম জাতীয় পাখি ময়ূর





  নিজস্ব সংবাদদাতা, হাওড়া:   
  দুদিকে বড় বড় ময়ূর। ভিতরেও অপরূপ সাজ সজ্জার মধ্যে চারিদিকে ময়ূর। এটা কোনও পাহাড়ি বনভূমি নাকি  ? না ,  হাওড়ার জগাছার  ধাড়সা ইয়ূথ অ্যাসোসিয়েশনের কালীপুজোর মন্ডপ এটি ।  কালীপুজোয় আলাদা মাত্রা এনে দিয়েছে হাওড়ার জগাছার পুজো মন্ডপগুলি। হাওড়ার বড় কালীপুজোগুলোর মধ্যে অন্যতম জগাছার ধাড়সা ইয়ূথ অ্যাসোসিয়েশনের  পুজো। এবছর তাদের থিম জাতীয় পাখি ময়ূর। এবছর এই পুজো ৫৫ তম বর্ষে পদার্পণ করলো।  রবিবার এই পুজোর উদ্বোধন করেন  হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডাক্তার সুজয় চক্রবর্তী । উপস্থিত ছিলেন  সমাজসেবী বিমান রায় , শিক্ষাবিদ  অমিতাভ দত্ত ও ক্লাব সভাপতি কানাই জানা   ।  ক্লাবের সম্পাদক তাপস পাল জানান, পুজোর সামনের গেটের দুদিকে আছে ময়ূর । ভিতরেও বিভিন্ন জায়গায় আছে ময়ূর ও অপরূপ সাজ। প্লাউউড, শোলা ও স্প্রে রঙ দিয়ে নির্মান হয়েছে মন্ডপ। মন্ডপ শিল্পী পশ্চিম মেদিনীপুরের অভিজিৎ বাগ। প্রতিমা শিল্পী হাওড়ার বাগনানের এম সামন্ত। পুজোর বাজেট আড়াই লক্ষ টাকা। পূজোয় বসেছে মেলা ও হবে পাঁচদিন ধরে সাংস্কৃতিক ও বিচিত্রানুষ্ঠান বলে জানান তিনি ।







 জনপ্রিয় শিল্পীদের মধ্যে উল্লেখযোগ্য নাম  রবীন ব্যানার্জি, রৃদ্ধিমান ব্যানার্জি, অতনু শেঠ , অরুন্ধতী চক্রবর্তী প্রমুখ। সংঘের সদস্য ও সদস্যা যথা  নিবেদিতা কোলে, শেখর পাঁজা , অপর্না দাস , অরূপ আদক , গঙ্গাধর সিং,  বাপি মুখার্জি, বাপ্পা রায় ও পুজো কমিটির যুগ্ম সম্পাদক প্রসূন দে ও বাসন্তী  মান্না জানান প্রতি বছরই তাঁরা বড় করে পুজো করেন। প্রচুর দর্শনার্থী আসেন এই পুজো মন্ডপে । প্রশাসনের সমস্ত বিধি নিষেধ মেনে তাঁরা পুজো করছেন বলে জানান তাঁরা  ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...