উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজের বিশেষ ওয়ার্ডে ভর্তি হন এক অন্তঃসত্ত্বা মহিলা।
চিকিৎসা নিয়ে অসন্তুষ্ট হয়ে রোগিণীর কিছু আত্মীয় উপস্থিত মহিলা চিকিৎসকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এবং ঝামেলা সৃষ্টি হয় ।
ঘটনার খবর পেয়ে হাসপাতালের পুলিশ ক্যাম্প থেকে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দু’জন ব্যক্তিকে আটক করে।
মহিলা চিকিৎসকের লিখিত অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর নথিভুক্ত হয়েছে, এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
পরবর্তীতে আটক দুইজনকে গ্ৰেপ্তার করে আদালতে পেশ করা হয়েছে।
আদালত তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
ঘটনাটির সিসিটিভি ফুটেজ এবং সাক্ষ্য সংগ্রহের মাধ্যমে তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশের পক্ষ হতে জানানো হয়, যাতে ঘটনার সম্পূর্ণ ও সঠিক ফলাফল পাওয়া যায়।
অপরদিকে উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়ার ডাক্তারের ওপর এক অস্থায়ী কনস্টেবল এর আক্রমণের প্রতিবাদে ওই নার্সের নিরাপত্তা এবং দোষীর শাস্তির দাবিতে উলুবেড়িয়া আদালত চত্বরে বিক্ষোভ দেখালো বিজেপি, নেতৃত্বে ছিলেন হাওড়া জেলা গ্ৰামীনের সভাপতি দেবাশীষ সামন্ত,রমেশ সাধুখাঁ, পাপিয়া মন্ডল প্রমুখ।
অপরদিকে জাতীয় কংগ্রেসের পক্ষ হতে এই ঘটনার প্রতিবাদে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় এবং সার্বিক নিরাপত্তার জন্য ডেপুটেশন দেওয়া হয়।নেতৃত্বে ছিলেন প্রদেশ কংগ্রেসের বর্ষীয়ান নেতা অসিত মিত্র,রনেন্দ্রনাথ বন্দোপাধ্যায়, আতিয়ার রহমান খান,সেখ সুজাউদ্দিন, বিশ্বজিৎ মেউর প্রমুখ।
উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজের কর্মরত ডাক্তারের উপর তৃণমূল দ্বারা নিয়োজিত অস্থায়ী কর্মীদের আক্রমণ খুন ও ধর্ষণের হুমকির প্রতিবাদে হাওড়া জেলা কংগ্রেস গ্রামীনের সভাপতি আলম দেইয়ানের নির্দেশে উলুবেড়িয়া থানায় প্রতিবাদ মিছিল এবং ডেপুটেশন দেওয়া হয়ে ১) অবিলম্বে দোষীদের গ্রেফতার এবং হাসপাতালে রোগীদের পরিষেবা দেওয়া ,হাসপাতলে দালালিচক্র বন্ধ করতে হবে। রোগীদের সুচিকিৎসার ব্যবস্থা,রোগী ও ডাক্তারদের নিরাপত্তার সুব্যবস্থা ,সর্বদলীয় মিটিং, হাসপাতালে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানানো হয়।
উপস্থিত ছিলেন -হাওড়া জেলা গ্রামীণ কংগ্রেসের কংগ্রেস নেতা রিভু সান্যাল, হাফিজুর রহমান, কৃষাণ কংগ্রেসের নেতা শফিকুল আলম, পূর্বকেন্দ্র কংগ্রেসের নেতা আব্দুল হাই, আইএন টি ইউ সি নেতা চন্দ্রমা রায়,যুব যুব কংগ্রেস নেতা ফারুক আব্দুল্লাহ, এমদাদ রহমান, ব্লক কংগ্রেস নেতা মনজুর আলম, শেক আব্দুল্লাহ মহিলা কংগ্রেসের নেত্রী ফেরদৌসী আক্তার, সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

















