আন্তর্জাতিক বালিকা দিবস পালন:আমতা





নিজস্ব সংবাদদাতা, হাওড়া: 

 ১১ ই অক্টোবর শনিবার আন্তর্জাতিক বালিকা দিবস বা  ইন্টারন্যাশনাল গার্ল চাইল্ড দিবস।

আমাদের অনেকের কাছে এই দিনটির গুরত্ব সম্পর্কে অবগত নয়। তবে এই বিশেষ দিনটি  পালন করলো  জীবিকা ডেভেলপমেন্ট সোসাইটি। 

আমতার ভান্ডারগাছি পঞ্চায়েতের মধ্যে হাওড়ার  আমতা ব্লকের বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট কিশোরীদের নিয়ে সারাদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

এই অনুষ্ঠানে অতিথি হিসেবে আমতা ব্লক থেকে সভাপতি ,  ভান্ডারগাছি পঞ্চায়েত থেকে প্রধান ,  ডিস্ট্রিক্ট সার্ভিস অথরিটি থেকে পি এল ভি,  আইসিডিএস ডিপার্টমেন্ট থেকে ও হেলথ ডিপার্টমেন্ট থেকে  উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা।  বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যম দিয়ে সারা দিনের অনুষ্ঠান রাখা হয় ।




 দিনের শেষে ১০০ জন বাচ্চাকে সান্তনা পুরস্কার হিসাবে একটি করে জামা,  একটি স্কুল ব্যাগ, জলের বোতল  ও টিফিন বাক্স  দেওয়া হয় । এছাড়া বিভিন্ন ইভেন্টের মাধ্যম থেকে উঠে আসা প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী  কিশোরীদের পুরস্কার দেওয়া হয়েছে।




  সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে শিশু কিশোরীদের সুস্থ- নিরাপদ জীবন কামনা  ও আনন্দ দেবার জন্যই তাঁদের এই কর্মসূচি।


AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...