দূর্গা চলে গেলেন , রেখে গেলেন অস্ত্রধারী জীবন্ত দূর্গাদের

মা দূর্গা চলে গেলেন , রেখে গেলেন অস্ত্রধারী জীবন্ত দূর্গাদের 







নিজস্ব সংবাদদাতা, হাওড়া:  

 কোনও মেয়ের হাতে ত্রিশুল, কোনও মেয়ের হাতে তরোয়াল । সেই অস্ত্র আগে পুজো হয়েছে। বিজয়ায় মা চলে গিয়েছেন জলের তলায় । রেখে গেলেন সমাজের এই সব অস্ত্র বহনকারী জীবন্ত দূর্গাদের  । দূর্গা যেমন সৃষ্টির রক্ষা করার জন্য ওষুর বধ করেছেন ঠিক তেমনই এই জীবন্ত দূর্গারা ধ্বংস করবে পাপ, করবে নিজেদের রক্ষা । এই  চিন্তাভাবনা নিয়ে   বিজয়াদশমীর শুভ তিথিতে  অঞ্জনী পুত্র সেনা ১৫ জন মেয়েকে দেবী দুর্গার অস্ত্র ত্রিশূল উপহার দিয়েছে। বিজয়াদশমীর শুভ তিথিতে অঞ্জনী পুত্র সেনা ভালুর বাদামী দেবী শিশু কল্যাণ কেন্দ্রে একটি কন্যা সুরক্ষা এবং শাস্ত্র পূজা (যুদ্ধ) এবং বিজয় সম্মেলনের আয়োজন করেছিল। সর্বভারতীয় সহ-প্রচারক প্রধান  শ্রীমতী দুর্গা ব্যাস জানান, এই অনুষ্ঠানে অস্ত্র পূজা করা হয়েছিল এবং আমরা আজকের সময়ে আমাদের ধর্ম রক্ষায় আত্মনির্ভরতা এবং দৃঢ় বিশ্বাস গড়ে তোলার জন্য নারী ও কন্যাদের সাথে কিছু শপথ ভাগ করে নিয়েছি। সমাজে সব ধরণের মানুষ আছে।







  কিছু ভালো এবং কিছু খারাপ। বরং, প্রতিটি মেয়েদেরই  বুঝতে হবে যে সেও দেবী দুর্গার একটি রূপ। যদি তার সাথে কিছু ভুল ঘটে, তবে তার উচিত এর বিরোধিতা করা। এর জন্য, তাকে দেবী দুর্গার অস্ত্র ত্রিশূল এবং তরবারি দেওয়া হয়েছে। এগুলোর পুজো  করুন এবং দেবী দুর্গার রূপ ধারণ করুন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...