নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
পাকিস্তান মিথ্যাবাদী । রবিবার ভারত জিতবে ও এশিয়া কাপও ভারত নেবে । শুক্রবার সন্ধ্যায় হাওড়ার পঞ্চাশ নম্বর ওয়ার্ডের কোনা তেঁতুলতলায় অবস্থিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথাই বললেন হাওড়ার শিবপুর কেন্দ্রের বিধায়ক , রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী ও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি । তিনি বলেন এইখানে প্রতিবছরই পুজোর আগে বস্ত্র বিতরণ ও সিনিয়ার সদস্যদের সম্মান জানানো হয় । যেটা বিধানসভা ভোটের আগে প্রস্তুতি নয়। তিনি আরও বলেন দিদির জনমুখী প্রকল্পের জন্য চতুর্থবার বাংলার মানুষ আবার দিদিকে সরকারে আনবে। মূলত এই পঞ্চাশ নম্বর ওয়ার্ডে কোনা বাবু মুখার্জি ভবনের দ্বারোদঘটন করেন মন্ত্রী মনোজ তিওয়ারি এদিন ।
এ
ই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবপুর ব্লকের সভাপতি মহেন্দ্র শর্মা , শিবপুর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সাধারন সম্পাদক সৌম ঘোষ, শিবপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক দেবজিত মুস্তাফি, শিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারন সম্পাদক বিপ্লব দে, হাওড়া জেলা সদর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাশ মিশ্র , হাওড়া জেলা সদর নমশূদ্র ও উদ্বাস্তু সেলের সভাপতি ভোলানাথ সেন , জেলা সদর এসটি , ওবিসি সেলের সভানেত্রী মিলি রায়, জেলা তৃণমূল নেতা পার্থ সারথি অধিকারী প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটির প্রধান উদ্যোক্তা ছিলেন সমাজসেবী কার্তিক ঘোষ ও অমিত বিশ্বাস।