নিজস্ব প্রতিবেদক,শ্যামপুর
এক দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হলো শিশুদের অপুষ্টি দূরীকরণ ও প্রতিকার বিষয়ে।
শনিবার শ্যামপুর ১নং পঞ্চায়েত সমিতির গৃহে শিশুদের অপুষ্টি প্রতিরোধ ও নিরসনে মায়েদের সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ে একদিনের প্রশিক্ষণ সভায় সুসংহত শিশু বিকাশ প্রকল্পের অঙ্গন ওয়াড়ী কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।শ্যামপুর ১নং ব্লক প্রশাসন এবং ব্লক স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতির সহায়তায় ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামপুর ১নং ব্লকের বিডিও তন্ময় কার্যকরী, পঞ্চায়েত সমিতির সভাপতি মৃন্ময় মান্না, শ্যামপুর ১নং ব্লকের সিডিপিও,ব্লক স্বাস্থ্য আধিকারিক প্রমুখ।