নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
আলো ছড়িয়েছিল কানপুরে । তার ছায়া এসে পড়লো হাওড়ায়। প্রতিবাদ ভেসেছিল সারা দেশে । তার সূর বাজলো হাওড়ায়।
প্রদীপ নিভেছিল কোথাও, তবে মশাল জ্বললো হাওড়ায় । প্রসঙ্গত কানপুরে আই লাভ মহম্মদ ব্যানার খোলা হয়েছিল । ব্যানার লাগানোর জন্য ও প্রতিবাদ করার জন্য ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছিল ।
তারপর ঝড় উঠেছিল গোটা দেশে। সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়েছিল সবাই। এবার সেই ঝড়ের স্রোত বয়ে গেল হাওড়ার সাঁতরাগাছি দু নম্বর সুলতানপুরে। রবিবার বিকেলে স্বেচ্ছেসেবী সংগঠন সেবার আলোর পক্ষ থেকে এই এলাকায় বিক্ষোভ মিছিল করা হল।
সংগঠনের প্রতিষ্ঠাতা তথা প্রধান সম্পাদক শেখ মোবারক বলেন কানপুরে আই লাভ মহম্মদের ব্যানার খোলা হয়। যে যার গুরূ বা উপরওয়ালাকে ভালবাসি লিখতেই পারে। তাতে দোষ কোথায় । এটা মানুষের মৌলিক অধিকারা।
সেটাকে খন্ডন করা যাবে না। আমরা পরবর্তীকালে আরও বৃহত্তর আন্দোলন করবো বলে তিনি জানান । মূলত এদিন তাঁরা হাতে ভারতীয় পতাকা ও আই লাভ মহম্মদ পোস্টার নিয়ে ধিক্কার মিছিল করেন ওই এলাকায় । এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মহম্মদ সেলিম , সর্বভারতীয় কোষাধ্যক্ষ সাকিলা বিবি ,
পশ্চিমবঙ্গের সমস্ত জেলার ইনচার্জ মোক্তার হুসেন মোল্লা, হাওড়া জেলা কমিটির সভাপতি নাসিমা বেগম , হাওড়া জেলা কমিটির সম্পাদক শেখ মোতি , হাওড়া জেলা কমিটির কোষাধ্যক্ষ হাজরা খাতুনসহ সংগঠনের কর্মীবৃন্দ।