নিজস্ব প্রতিবেদক,শ্যামপুর
রবিবার হাওড়া জেলার শ্যামপুরে ভাগীরথী জয়েন্ট ফার্মিং কো অপারেটিভ সোসাইটি লিমিটেড এর বার্ষিক ৪৬ তম সাধারণ সভা অনুষ্ঠিত হলো ।
রবিবার শ্যামপুর ১নং ব্লকের ডিঙ্গা খোলা হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত বাৎসরিক সভায় উপস্থিত ছিলেন শ্যামপুরের বিধায়ক কালীপদ মন্ডল, প্রাক্তন বিধায়ক বর্ষীয়ান সঞ্জীব কুমার দাস , সংস্থার সম্পাদক শৈলেন্দ্রনাথ সামন্ত সভাপতি অনুককুমার বাগ সহ সভাপতি স্বদেশ মন্ডল।
ডিঙাখোলা পঞ্চায়েতের প্রধান শান্তি রঞ্জন মাইতি, জেলা পরিষদের সদস্যা মন্দিরা মন্ডল, শ্যামপুর ১নং পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ প্রশান্ত কুমার মন্ডল, পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ কৃষ্ণেন্দু পুরকাইত পরিচালন সমিতির অন্যান্য সদস্যবৃন্দ সহ সমবায়বন্ধুগণ।
সমবায় সমিতিকে আরো কিভাবে আরো উন্নত করা যায় তা নিয়ে আলোচনা হয়।