মহেশপুর সার্বজনীন দূর্গোৎসব ৫০তম বর্ষ উপলক্ষে এবারের মন্ডপ ও প্রতিমা এক আকর্ষণীয়।
রবিবার সন্ধ্যায় এক জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রনায়িকা শ্রাবন্তী চক্রবর্তী, রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্তমন্ত্রী পুলক রায়, হাওড়া জেলা পরিষদের অধ্যক্ষ অজয় মন্ডল, সমাজসেবী দেবাশীষ বন্দ্যোপাধ্যায়, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আজিজুল মোল্লা, পঞ্চায়েত প্রধান পূজা মাখাল, উপপ্রধান সেখ সাহাবর।
মহেশপুর সার্বজনীন দূর্গোৎসব কমিটির সম্পাদক দীপঙ্কর (দীপু)ঘোষ , সভাপতি সনাতন ঘোষ, কর্মকর্তা সোমনাথ ঘোষ ও স্থানীয় পঞ্চায়েত সদস্য জহর দাস সকলেই বলেন "আমরা এবারের ৫০তম বর্ষ অন্যান্য বৎসরের থেকেও আরো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করতে চলেছি, এছাড়াও মঙ্গলময়ের কাছে সকল মানুষের কল্যাণ কামনা করছি"।
প্রতিদিন রয়েছে নামকরা শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান।