জামায়াতের উদ্যোগে ব্যবসায়িক কর্মশালা



নিজস্ব প্রতিবেদক, উলুবেড়িয়া 

  ব্যবসা করতে আগ্রহী তরুন যুবকদের নিয়ে জামায়াতে ইসলামী হিন্দ বীরশিবপুর মোকামের উদ্যোগে ও সলিডারিটি ইউথ মুভমেন্ট বীরশিপপুর মোকামের সহযোগিতায় একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রায় ৬০ জন অংশগ্রহণ করেন। তরুণদের মধ্যে ব্যবসায়িক চিন্তাভাবনা জাগ্রত করা এবং উদ্যোগী মনোভাব গড়ে তোলাই ছিল এ কর্মশালার মূল উদ্দেশ্য।



প্রারম্ভিক বক্তব্যে বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার ফজলুর রহমান সাহেব ব্যবসার গুরুত্ব ও নৈতিকতা নিয়ে আলোচনা করেন। 
এরপর সফল ব্যবসায়ী ও , হেরিটেজ মিশনের প্রেসিডেন্ট জনাব ফজিজুর রহমান সাহেব নিজের অভিজ্ঞতা শেয়ার করে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করেন।



সলিডারিটি বিজনেস ক্লাবের চেয়ারম্যান মহ: আজহারউদ্দিন সাহেব ব্যবসার বিভিন্ন প্রকারভেদ, বাজার সমীক্ষা , ঝুঁকি ও সফলতার দিকগুলো বিশদভাবে তুলে ধরেন। প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা বিভিন্ন জিজ্ঞাসা উত্থাপন করেন।
বিশিষ্ট ব্যবসায়ী আকরাম আলী খান বলেন ব্যবসা শুরু করার আগে প্রকল্প বা পরিকল্পনা তৈরির গুরুত্ব এবং প্রাথমিক প্রয়োজনীয় উপকরণ সম্পর্কে বিশদ ধারণা দেন। 





এরপর জিয়াউল হুদা সারেং ব্যবসা শুরু করতে যে সমস্ত আইনী কাগজপত্র প্রয়োজন, সেগুলো স্পষ্টভাবে ব্যাখ্যা করেন।
MSME ট্রেইনার ও কনসালট্যান্ট সেখ নাসিম হোসেন "নতুন উদ্যোক্তাদের জন্য MSME-এর ভূমিকা" বিষয়ে বক্তব্য প্রদান করেন এবং তরুণ উদ্যোক্তাদের সরকারি সুযোগ-সুবিধা গ্রহণে উৎসাহিত করেন।


শেষ বক্তব্যে সলিডারিটি ইয়ুথ মুভমেন্ট পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক সেখ মফিজুল রহমান তরুণ সমাজকে ব্যবসায় উদ্যোগী হতে আহ্বান জানিয়ে বলেন— “আসুন, ব্যবসা শুরু করি”।


এছাড়াও উপস্থিত ছিলেন JIH পশ্চিমবঙ্গ তালীমি বোর্ডের চেয়ারম্যান জনাব আব্দুল মান্নান ,JIH হাওড়া জেলা প্রেসিডেন্ট জনাব নুর আহম্মদ । 
কর্মশালায় উপস্থিত তরুণরা জানান, তারা অত্যন্ত উপকৃত হয়েছেন এবং এরকম কর্মশালার প্রয়োজনীয়তার উপর জোর দেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...