শারদীয়া দুর্গোৎসবের প্রাক্কালে একাধিক এলাকায় কর্মসূচি।







নিজস্ব প্রতিবেদক, উলুবেড়িয়া 






উৎসবকালীন রক্ত সংকট মোচনের জন্য বিভিন্ন এলাকায় রক্তদান সহ নানান কর্মসূচি।আর এই কর্মসূচিতে উঠে এসেছে রাজনৈতিক বক্তব্য।
রাজ্যের মন্ত্রী পুলক রায় বলেন বিরোধীদের কোনো জনসেবা কাজে দেখা যায়না।


তিনি বলেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাস্তায় নেমে মানুষের পরিষেবা দিয়ে চলছে, বিরোধীদের কোনো কাজে দেখা যায় না।



শনিবার উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে প্রয়াত তৃণমূল কংগ্রেস নেতা দীনেশ মন্ডল,ও প্রদীপ মান্নার স্মরণে ইছাপুর মোহিনী মোড়ে আয়োজিত রক্তদান শিবির ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এক বক্তব্যে একথা বলেন।
শারদীয়া দুর্গোৎসবের মরসুমে উৎসবকালীন রক্ত সংকট মোচনের জন্য এই রক্তদান কর্মসূচি ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস,সহসভাধিপতি অজয় ভট্টাচার্য, অধ্যক্ষ অজয় মন্ডল, শ্যামপুর ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি মৃন্ময় মান্না, উলুবেড়িয়া ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি অতীন্দ্র শেখর প্রামাণিক, হাওড়া জেলা গ্ৰামীন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশীষ বন্দ্যোপাধ্যায়, উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সেলিম মোল্লা সহ একাধিক পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সহ অন্যান্য।


অপরদিকে ধ্বজা দূর্গোৎসব কমিটির উদ্যোগে ভাগীরথী নদীর তীরে এক মায়াবী পরিবেশে এবারের ৩০তম বর্ষ উপলক্ষে এবারের প্রতিমার থীম "নবরূপে নবদূর্গা"। 






দূর্গাদেবীর নবম রূপ প্রস্ফুটিত হয়েছে বলে জানান কমিটির সভাপতি শঙ্কর চন্দ্র দাস, বিশিষ্ট শিক্ষক অজয় গাঁয়েন।


AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...