নোনা এ্যাথলেটিক ক্লাবের দুর্গোৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী: উলুবেড়িয়া










মতিয়ার রহমান,উলুবেড়িয়া 




মহালয়ার পূণ্য তিথিতে শারদীয়া দুর্গোৎসবের সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রবিবার মহালয়ার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল পদ্ধতিতে রাজ্যের বিভিন্ন জেলায় একাধিক শারদীয়া দুর্গোৎসবের সূচনা করেন।


উলুবেড়িয়ার নোনা এ্যাথলেটিক ক্লাবের ১১তম শারদীয়া দুর্গোৎসবের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


উল্লেখ্য নোনা এ্যাথলেটিক ক্লাবের এ বৎসরের অর্থাৎ ১১তম বর্ষের ভাবনা জীবন আসে জীবন থেকে "জীবনচক্র"।


অনুষ্ঠানে অমরাগোড়ী বৃদ্ধাশ্রমের বয়ষ্কা মহিলা ও আনন্দ ভবন ডেফ এন্ড ব্লাইন্ড স্কুলের ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়।


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধনীর পরে  প্রদীপ প্রজ্জ্বলন করা হয়,অনুষ্ঠান উপলক্ষে মন্ডপে উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্তমন্ত্রী পুলক রায় , উলুবেড়িয়া পূর্বের বিধায়ক বিদেশ রঞ্জন বসু, 







উলুবেড়িয়া, হাওড়া জেলা অতিরিক্ত জেলা শাষক আজহার জিয়া, হাওড়া জেলা গ্ৰামীন পুলিশ সুপার সুবিমল পাল,





 উলুবেড়িয়া মহকুমা শাষক মানুষ কুমার মন্ডল, মহকুমা পুলিশ আধিকারিক শুভম যাদব,পৌরসভার পৌর প্রধান অভয় কুমার দাস উপপৌরপ্রধান সেখ ইণামুর রহমান চেয়ারম্যান ইন কাউন্সিল সেখ আকবর, পূজা কমিটির প্রধান কুহেলী বোষ,পবিত্র সান্যাল, বিশিষ্ট সমাজসেবী গৌতম বোস প্রমুখ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...