স্ট্যান্ড করা নয়, আগে মানুষ হতে হবে : মুখ্য প্রশাসক

 




নিজস্ব সংবাদদাতা, হাওড়া: 

  ছাত্রছাত্রীদের মানবিক গঠন করতে গেলে শুধু পড়াশোনার বিরাট চাপ মাথায় দিলে হবে না। স্কুলের  পরীক্ষায় প্রথম দ্বিতীয় কিংবা প্রথম দশে থাকলেই ভাল ছাত্র হবে না। স্বামী বিবেকানন্দের মত মানুষ হতে হবে আগে। 

 শনিবার সন্ধ্যায় হাওড়ার শরৎ সদনের এক নম্বর হলে আন্দুল রোডের সুইট অ্যাঞ্জেল  স্কুল ( হাই) এর চব্বিশতম বাৎসরিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই কথাই বললেন হাওড়া পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান ডাক্তার সুজয় চক্রবর্তী । 

এই স্কুলের প্রিন্সিপ্যাল জাকির খান বলেন তাদের স্টুডেন্টস এর প্রতি শিক্ষা উন্নতি ও লক্ষ এই বিষয়গুলির উপর জোর দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি খেলা আঁকাসহ বিভিন্ন বিষয়ের উপর জোর দেওয়া হয় এই স্কুলে।পাশাপাশি বড়দের সম্মান দেওয়াসহ মানবিক দিকের উপরও দৃষ্টিপাত করা হয় এই স্কুলে। তিনি বলেন নাজিরগঞ্জ এলাকায় আরও একটি শাখা তাঁরা খুলতে চলেছেন।

 এই অনুষ্ঠানে এছাড়া  উপস্থিত ছিলেন বাচিকশিল্পী সতিনাথ মুখোপাধ্যায়, অর্জুন ও রাষ্ট্রপতি পুরস্কার ফুটবলার শান্তি মল্লিক, প্রাক্তন কাউন্সিলর শৈলেস রায় , আইপিএস অফিসার শান্তি দাস,  বিশেষ চাহিদা সম্পন্ন চিত্রশিল্পী রঞ্জিত কুর্মিসহ আরও অন্যান্য বিশিষ্ট জনেরা।  স্কুলের প্রিন্সিপ্যাল আরও  বলেন আগামী দিনে অভিভাবকরাও বাৎসরিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।


 প্রশঙ্গত এদিন এই অনুষ্ঠানে স্কুল পড়ুয়াদের বিভিন্ন প্রতিযোগিতার সফলদের পুরস্কার বিতরণ করা হয় ও  স্কুলের ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...