কংগ্রেসের গণস্বাক্ষর কর্মসূচি অভিযান: উলুবেড়িয়া




মতিয়ার রহমান, উলুবেড়িয়া 


শুরু হলো জাতীয় কংগ্রেসের উদ্যোগে গণসাক্ষর অভিযান কর্মসূচি।জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর নির্দেশে "ভোট চোর- গদি ছোড়"সই সংগ্রহ কর্মসূচি শুরু হলো আমতা কেন্দ্রের জয়পুর থেকে |




 এই কর্মসূচির শুভ সূচনা করেন হাওড়া গ্রামীণ জেলা কংগ্রেসের সভাপতি আলম দেইয়ান. প্রাক্তন বিধায়ক শ্রী অসিত মিত্র,  সেখ হাফিজুর রহমান প্রাক্তন সহ-সভাপতি হাওড়া জেলা কংগ্রেস কমিটি, হাওড়া জেলা কিষান কংগ্রেসের চেয়ারম্যান শফিকুল আলম ,সাধারণ সম্পাদক -আশফাক আহমেদ, হাওড়া গ্রামীণ জেলা যুব কংগ্রেস নেতা ইমদাদ হোসেন, ফারুক আব্দুল্লাহ, আমতা কেন্দ্র কংগ্রেসের প্রাক্তন সভাপতি- শ্রী সমর মল্লিক ,আমতা কেন্দ্র যুব কংগ্রেস সভাপতি কাজি আবু আসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।











AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...