অপুষ্টি ব্যবস্থাপনা কর্মশালা ও ‘সুপুষ্টি দিবস’, উলুবেড়িয়া




অপুষ্টি ব্যবস্থাপনা কর্মশালা ও ‘সুপুষ্টি দিবস’ উদযাপন উলুবেড়িয়া ১নং ব্লকে


মতিয়ার রহমান,উলুবেড়িয়া:


বুধবার উলুবেড়িয়া ১নং ব্লকের উদ্যোগে"সুপুষ্টি মাস” উপলক্ষে  উলুবেড়িয়া-১ পঞ্চায়েত সমিতির সভাকক্ষে এক বিশেষ অপুষ্টি ব্যবস্থাপনা কর্মশালা ও সুপুষ্টি দিবস উদযাপন করা হয়। 


দিবসটি উদযাপনের মূল উদ্দেশ্য ছিল অপুষ্টির বিরুদ্ধে লড়াই, মা ও শিশুদের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ সমাজ গঠন।


এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া-১নং ব্লকের বিডিও এইচ. এম. রিয়াজুল হক, উলুবেড়িয়া ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি অতীন্দ্র শেখর প্রামাণিক, 

উলুবেড়িয়া ১নং ব্লকের যুগ্ম বিডিও সুমন বিশ্বাস , বিএমওএইচ ডা. অর্পিতা রায়, সিডিপিও সুদীপ্ত চক্রবর্তী, এসিডিপিও সমিত ঘোষ, উলুবেড়িয়া দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সুরজ মন্ডল,

 সহ পঞ্চায়েত সমিতির সকল কর্মাধ্যক্ষ। এছাড়াও ব্লকের স্বাস্থ্যকর্মী, আইসিডিএস কর্মী ও স্থানীয় জনগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।


বুধবার এই কর্মশালায় মোট ৫০ জন উপকারভোগী উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ৫ জন এস এ এম শিশু, ১০ জন এম এ এম শিশু ও তাঁদের মায়েরা, পাশাপাশি ১৫ জন গর্ভবতী মা।
সারা দিনভর কর্মসূচির প্রধান আকর্ষণ ছিল—স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ প্রদান,পুষ্টি বিষয়ক সচেতনতা অধিবেশন। বিভিন্ন প্রদর্শনী ও আলোচনাচক্র।
কর্মশালায় আলোচিত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল:মাতৃদুগ্ধ পানের গুরুত্ব ও শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি,স্বাস্থ্যবিধি ও হাত ধোয়ার সঠিক পদ্ধতি,শিশুদের বৃদ্ধি ও বিকাশে অপুষ্টির ক্ষতিকর প্রভাব,কম বয়সে বিবাহ ও কিশোরী মাতৃত্বের ঝুঁকি।শিশুদের মানসিক বিকাশে সুষম খাদ্যের অপরিহার্যতা।


আইসিডিএস কর্মীরা কম খরচে পুষ্টিকর খাবার তৈরির নানা সহজ রেসিপি প্রদর্শন করেন। কর্মসূচির শেষে এস এ এম ও এম এ এম শিশু এবং গর্ভবতী মায়েদের হাতে বিশেষ পুষ্টি সামগ্রী প্রদান করা হয়।


অনুষ্ঠান প্রসঙ্গে বিডিও এইচ. এম. রিয়াজুল হক বলেন,“সকল শিশু ও মা যাতে অপুষ্টিমুক্ত থাকে, সেটি আমাদের সম্মিলিত দায়িত্ব। এ ধরনের কর্মশালা সমাজে স্থায়ী পুষ্টি-সচেতনতা গড়ে তুলতে সহায়ক হবে।”


AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...