সুবল গোপ - উত্তর দিনাজপুর ।
তালা ভেঙ্গে ঘরে ঢুকে আলমারি ও লকার ভেঙ্গে নগদ এক লক্ষ্য টাকা দশ ভরি সোনা এবং কিছু রূপার গহনা চুরির ঘটনায় চাঞ্চল্য চোপড়ার ঘিডোব গ্রামে। এই দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার কাঁচাকালি সংলগ্ন ঘিডোব গ্রামের অঞ্জলী সিংহের বাড়িতে। জানা যায়, গত রাত্রে ওই গ্রামে পালা গানের আসর বসে। তাই ঘরের দরজায় তালা দিয়ে গান শুনতে যায় অঞ্জলী সিংহ। পাশের ঘরে শুয়ে ছিলেন বাড়ির আরেক সদস্যা চিন্তা রানী সিংহ। এরপর গান শুনে ভোর বেলায় অঞ্জলী সিংহ এসে দেখে তার ঘরের তালা ভাঙ্গা এবং দরজা খোলা। তখন অন্য ঘরে শুয়ে থাকা তার ননদ চিন্তা রানী সিংহ কে ডাকতে গিয়ে দেখে তার ঘরে বাইরে থেকে তালা বন্ধ করা। এরপর ওই দরজা ভেঙে ননদ কে বের করে দুজনেই তাদের শোবার ঘড়ে ঢুকে দেখতে পান জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং ঘরের আলমারি ও লকার ভাঙ্গা অবস্থায় রয়েছে ও
নগদ এক লক্ষ্য টাকা দশ ভরি সোনা এবং কিছু রূপার গহনা চুরি হয়েছে। এই ঘটনার লিখিত অভিযোগ চোপড়া থানায় জানলে আইসি ঘটনার তদন্তে আসেন। এছাড়াও ওই গ্রামেই আরও দুটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে বলে জানা যায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গেছে এই চুরির ঘটনায় সন্দেহজনক ভাবে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।