ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস প্রতিনিধি দলের উপরে হামলার প্রতিবাদে ধিক্কার মিছিল চোপড়ায় ।



সুবল গোপ, চোপড়া,
 উত্তর দিনাজপুর।

 উদ্দেশ্য প্রণোদিত ভাবে ত্রিপুরায় ফের তৃণমূল প্রতিনিধি দল আক্রান্ত। প্রতিবাদে গর্জে উঠল উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেস।




 অভিষেক বন্দোপাধ্যায় এর পর অতি সম্প্রতি ত্রিপুরায় ফের তৃণমূল কংগ্রেস প্রতিনিধিদের উপর উদ্দেশ্যে প্রনোদিতআবে হামলার প্রতিবাদে রবিবার বিকালে চোপড়ার কালীগঞ্জ বাজারে ধিক্কার মিছিল করলেন তৃণমূল কংগ্রেস।এদিনের মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ আজহারউদ্দিন,উপ প্রধান কামালউদ্দিন,মুজাম্মেল হক মহম্মদ জাহাঙ্গীর যুব নেতা নজরুল ইসলাম ছাত্রনেতা মহম্মদ মুজাম্মেল সহ অনেকেই।

মহম্মদ আজহারউদ্দিন বলেন,শনিবার দলীয় যুব নেতৃত্বের উপর বিজেপি স্বরযন্ত্র করে হামলা হেনস্তা এমনকি প্রাণে মারার চেষ্টা করে তার প্রতিবাদে এদিন ধিক্কার মিছিল ও প্রতিবাদ সভা করা হল।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com