পদ্মশিবিরে ভাঙ্গন ,বাঁকুড়া,




সৈয়দ মফিজুল হোদা :-বাঁকুড়াঃ 

বিজেপি পরিচালিত বাঁকুড়ার এক গ্রাম পঞ্চায়েত দখলের পর ফের ঐ এলাকায় পদ্ম শিবিরে ভাঙ্গন ধরালো ঘাস ফুল শিবির। বুধবার সারেঙ্গা গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রধান-উপপ্রধান নির্বাচনের পাশাপাশি ঐ এলাকার প্রায় ১২০ জন বিজেপি কর্মী তাদের দলে যোগ দিয়েছেন বলে তৃণমূল সূত্রে দাবি করা হয়েছে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি শ্যামল সাঁতরা। উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি তথা স্থানীয় বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্ম্মু, দলের সারেঙ্গা ব্লক সভাপতি সুব্রত মিশ্র প্রমুখ।




    প্রসঙ্গত, বিগত পঞ্চায়েত নির্বাচনে ১১ সদস্যের বিক্রমপুর গ্রাম পঞ্চায়েতের ৬ টি আসনে জিতে বিজেপি বোর্ড গঠন করে। অন্যদিকে তৃণমূল ৩ ও নির্দল প্রার্থীরা ২ টি আসনে জয়লাভ করে। সম্প্রতি শাসক দলের আবেদনের ভিত্তিতে প্রশাসনের তরফে আস্থা ভোটের আয়োজন করা হলে পরাজিত হয় বিজেপি। ফলে সারেঙ্গা ব্লকের ছ'টি গ্রাম পঞ্চায়েতের যে একটি বিজেপির দখলে ছিল সেটিও সরকারীভাবে হাতছাড়া হয়ে গেল। এদিন এই পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন সুদীপ কুমার ভকত।

এ প্রসঙ্গে রাইপুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে যে কর্মযজ্ঞের উন্নয়ন চলছে সেই উন্নয়নের শামিল হতে বিক্রমপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যরা তিন বছর পঞ্চায়েত চালিয়ে অনুভব করেছে যে  বিক্রমপুর পঞ্চায়েত এলাকায় সেরকম ভাবে কিছু উন্নয়ন হয়নি তাই এলাকার উন্নয়নের জন্য তৃণমূলে যোগদান করেছে তারা এর পাশাপাশি আজ আমরা বিক্রমপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলের পাশাপাশি পঞ্চায়েত বোর্ড গঠন করার পর নির্বাচিত পঞ্চায়েতের প্রধান ঘোষনা করা হলো।

   এদিন উপস্থিত তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি শ্যামল সাঁতরা বলেন, মা, মাটি, মানুষের আশীর্বাদ নিয়ে বিক্রমপুর পঞ্চায়েত পরিচালনা করবেন নতুন প্রধান-উপপ্রধান। ২০২১ এর বিধানসভা নির্বাচনে এই পঞ্চায়েতে ১৫০০ ভোটে তৃণমূল প্রার্থী এগিয়ে ছিলেন। মানুষ বিজেপিকে ছুঁড়ে ফেলে দিয়েছেন। এদিন শুধুমাত্র চিংড়া বুথ থেকেই ১২০ জন বিজেপি কর্মী তাদের দলে যোগ দিয়েছেন বলে তিনি দাবি করেন।


AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com