সত্য,ন্যায়বিচারের জন্য রাজনীতিতে এসেছি, আব্বাস সিদ্দিকী,




বিশেষ প্রতিবেদন, উলুবেড়িয়া, 

 বঞ্ছিত মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য রাজনীতির ময়দানে এসেছি,উলুবেড়িয়ার তেহট্ট বাসুদেবপুর কাঁটাবেড়িয়া এক ধর্মীয় অনুষ্ঠানে একথা বলেন,ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী। 



পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে  আই এস এফের কর্নধার আব্বাস সিদ্দিকী বলেন 2021শে তৃতীয় ফ্রন্ট সরকার গঠন করবে, কংগ্রেসের সঙ্গে জোটের বিষয়ে তিনি বলেন দু একদিনের মধ্যে মিটে যাবে। তিনি বলেন আমরা ধর্মপ্রাণ মানুষ হতে পারি কিন্তু মাতৃভূমি কে রক্ষা করতে আমরা রক্ত দিতে প্রস্তুত, তিনি আরও বলেন আজ যারা বাংলায় বিজেপির নেতা তাদের বেশিরভাগ প্রাক্তন তৃনমূল নেতা, বাংলার দলিত,আদিবাসী,মুসলিম সহ বঞ্ছিত মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট গঠন করা হয়েছে,




আমাদের অধিকার আমার দেশ আমার সংবিধান আমাকে দিয়েছে,এ রাজ্যের দলিত আদিবাসী,মুসলিম সহ পিছিয়ে পড়া মানুষের কোনো উন্নয়ন হয় নি,শিক্ষা,চাকরি,সব দিক থেকেই পিছিয়ে রাখা হয়েছে পরিকল্পনা করে,তাই সাংবিধানিকভাবে ক্ষমতা দখল করতে হবে, তিনি জোরের সঙ্গে বলেন মানুষ ভোট দিয়ে যাদের নির্বাচিত করছে তারা রাতারাতি দলবদল করছে, 2021র নির্বাচন হবে বঞ্ছিত মানুষের অধিকার ফিরিয়ে আনার নির্বাচন।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com