মৌন মিছিল, মুর্শিদাবাদের ভগবানগোলায়




নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে আজ মৌন মিছিল অনুষ্ঠিত হয় মুর্শিদাবাদ এর ভগবান গোলা বিধানসভা কেন্দ্রে।
এই মৌন মিছিলের নেতৃত্ব দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত তৃণমূল কংগ্রেসের ভগবান গোলার প্রার্থী বিশিষ্ঠ আইনজীবী ইদ্রিশ আলী।ভগবানগোলার 2নং ব্লকের সভাপতি আব্দুর রউফ এর উদ্দ্যোগে এই মৌন মিছিলটি হয়। ভগবান গোলা ২ নং ব্লক থেকে রানিতলা হাই স্কুল পর্যন্ত।



  উপস্থিত ছিলেন,  পঞ্চায়েত প্রধান গোলাম। মোর্তজা,অঞ্চল সভাপতি জিন্নাত আলি সহ বিশিষ্ঠ নেতৃত্ব ও বহু কর্মী সমর্থক।।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com