অস্থায়ী বিদ্যুৎ কর্মীদের কর্মবিরতির দ্বিতীয় দিন




মালদা
-

‌পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ চুক্তিভিত্তিক ও ঠিকা কর্মী ঐক্য মঞ্চের এর ডাকে সারা রাজ্যব্যাপী ৪৮ ঘন্টার কর্মবিরতির ডাক দিয়েছে। মঙ্গলবার থেকে শুরু হয়েছে এই কর্মবিরতি। বুধবার মালদা জেলার মোথাবাড়ি থানার অন্তর্গত মোথাবাড়ি ডব্লিউবিএসইডিসিএল-‌এর কর্মীরাও কর্মবিরতি পালন করেন। নির্ধারিত ২ দিন ধরে চলছে তাঁদের কর্মবিরতি। জানা গেছে, মোথাবাড়ি ডব্লিউবিএসইডিসিএল-‌এ মোট ৫০ জন অস্থায়ী চুক্তিভিত্তিক ঠিকাকর্মী রয়েছেন। গোটা রাজ্যের সঙ্গে মোথাবাড়িতেও অস্থায়ী ঠিকাকর্মীদের স্থায়ীকরণ হয় নি। 



দাবিদাওয়া জানিয়ে গত ২২ জানুয়ারি কলকাতা বিদ্যুৎ ভবনের সামনে অবস্থান বিক্ষোভে নামেন তাঁরা। অভিযোগ, সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিধাননগর পুলিশের তৎপরতায় ওই দিন রাতে মারধর করা হয় আন্দোলনকারীদের। ৪১ জনকে গ্রেপ্তার করা হয়। তার প্রতিবাদে গত ২৮ জানুয়ারি ধিক্কার মিছিল করেন তাঁরা। তারপরেও দাবি দাওয়া মানা না হলে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে কর্মবিরিতির ডাক দেয়। ঐক্য মঞ্চের মোথাবাড়ি শাখার সদস্য আজকুল আলম বলেন, ‘‌আমাদের দাবি দাওয়া পূরণ না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামা হবে। আমরা রাজ্য সরকার বঞ্চনার শিকার হচ্ছি। তা আর মেনে নেওয়া যাবে না।’‌
AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com