অনুষ্ঠিত হলো যুবলীগের সম্মেলন,উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের



নিজস্ব প্রতিবেদক,


উলুবেড়িয়া দক্ষিন লোকাল কমিটির সারা ভারত যুবলীগের তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হলো। উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন কুতুবুদ্দিন আহমেদ, মতিয়ার রহমান, রানা ঘোষ, জামিউস রহমান মল্লিক সহ নেতৃবৃন্দ। 





সভায় উনিশ জনের নতুন কমিটি তৈরি হয়। আগামী দিন কর্মসংস্থানের দাবী সহ যুবসমাজের বিভিন্ন দাবী নিয়েই কাজ করবে এই কমিটি।
AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com