নিজস্ব প্রতিবেদক,
উলুবেড়িয়া দক্ষিন লোকাল কমিটির সারা ভারত যুবলীগের তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হলো। উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন কুতুবুদ্দিন আহমেদ, মতিয়ার রহমান, রানা ঘোষ, জামিউস রহমান মল্লিক সহ নেতৃবৃন্দ।
সভায় উনিশ জনের নতুন কমিটি তৈরি হয়। আগামী দিন কর্মসংস্থানের দাবী সহ যুবসমাজের বিভিন্ন দাবী নিয়েই কাজ করবে এই কমিটি।