নিজস্ব প্রতিবেদক ,উলুবেড়িয়া
হাওড়া জেলার উলুবেড়িয়া পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়াতে তৃণমূল কংগ্রেসের ডাকে এক সভা হয় ।সভায় পাড়ায় পাড়ায় সমাধান, দশ বছরের রিপোর্ট কার্ড বিতরন, ত্রিপল বিতরন, জননেত্রী মমতা ব্যানার্জির উন্নয়ন নিয়ে আলোচনা হয়।উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিশ আলি, 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি নাসিম আহমেদ, 17 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস নেতা সেখ নাজিমউদ্দিন, রফিকুল মল্লিক, ফিরোজ মিদ্দে, হাসিবুর রহমান খান, সেখ মোমিন, শ্রী দীপ চৌধুরী প্রমুখ।
বিধায়ক ইদ্রিশ আলি বলেন, জননেত্রী মমতা ব্যানার্জির উন্নয়নের কথা মানুষ মনযোগ সহকারে শুনছেন, অনেক সমস্যার সমাধানও হচ্ছে , এতে সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের উপর খুশি ।তিনি আরও বলেন, 2021শে বাংলার মানুষ তৃতীয় বারের জন্য মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করবেন।তৃনমূল কংগ্রেস ছেড়ে যারা চলে যাচ্ছে তৃনমূল কংগ্রেসের তাতে কিছু যায় আসে না,কারন তৃনমূল কংগ্রেস বত'মানে সমুদ্র ।সমুদ্র থেকে দু চার ঘটি জল চলে গেলেও কিছু যায় আসে না ।
এরপরে বিধায়ক ইদ্রিশ আলি ফুলেশ্বর সাধারণ পাঠাগারে যান এবং তারপরে উলুবেড়িয়ার রবীন্দ্র ভবনে স্বাস্থ্য সাথী কাডে'র ফটো তোলার কাজের পরিদর্শন করেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথাও বলেন ।এ ব্যাপারে বিধায়ক ইদ্রিশ আলি, হাওড়া গ্রামীণ জেলার সুযোগ্য সভাপতি এবং দক্ষ সংগঠক বিধায়ক পুলক রায়ের সঙ্গে এবং কেন্দ্রীয় সভাপতি বেনুকুমার সেনের সঙ্গেও কথা বলেন ।