একদিনের মহিলাদের মৎস্য চাষের প্রশিক্ষন শিবির অনুষ্ঠিত হলো হাওড়া জেলার শ্যামপুর 1 নং ব্লকের বানেশ্বর পুর 2নং গ্রাম পঞ্চায়েতের শিবপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের সভাঘরে।
বিভিন্ন ভাবে মিশ্র পদ্ধতিতে মাছ সহ বিভিন্ন রঙিন মাছের চাষ নিয়ে এই প্রশিক্ষন শিবিরে আলোচনা হয়।
এই প্রশিক্ষন শিবিরে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন হাওড়া জেলার সহ মৎস্য আধিকারিক ড: নারায়ণ বাগ,
এছাড়াও উপস্থিত ছিলেন শ্যামপুর-১ ব্লকের দায়িত্বপ্রাপ্ত মৎস্য আধিকারিক সমরেশ বেরা, উলুবেড়িয়ার বিশিষ্ট রঙিন মাছ চাষি আশিষ দাস।
উপস্থিত ছিলেন শ্যামপুর-১ পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ শ্যামলি সাউ সহ আতমা কমিটির চেয়ারম্যান, কৃষি কর্মাধ্যক্ষ প্রমুখ।
শতাধিক মহিলা এই মৎস্য চাষের প্রশিক্ষন গ্রহণ করেন এবং মহিলাদের মধ্যে ছিল প্রবল উৎসাহ উদ্দীপনা।