নিজস্ব প্রতিবেদক,উলুবেড়িয়া,হাওড়া,
পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তরের আর্থিক সহায়তায়, হাওড়া জেলা পরিষদের ব্যবস্থাপনায় এবং উলুবেড়িয়া-১ ব্লকের সহযোগিতায় উলুবেড়িয়া মহকুমার অন্তর্গত ৯ টি ব্লকের ২৪ জন মৎস্য বিক্রেতাকে বাই-সাইকেল এবং মাছ রাখার তাপ নিরোধক বাক্স বিতরন হল। উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সামসুল আলম মোল্লা, জেলা পরিষদ সদস্য অজয় মণ্ডল, অনিতা সামুই,
জেলা মীনাধিকারিক উৎপল নাথ ও বিশ্বনাথ বসাক, উলুবেড়িয়া-১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুলতানা বেগম, উলুবেড়িয়া-১ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক নিলাদ্রি শেখর দে, সহকারী সভাপতি উত্তম মাইতি প্রমুখ।
সাইকেল ও মাছ রাখার বাক্স পেয়ে মৎস্য বিক্রেতারা ভীষন খুশি।