দুয়ারে সরকার কর্মসূচি সারা দেশে এক মডেল:সুকান্ত পাল



নিজস্ব প্রতিবেদক,উলুবেড়িয়া


দুয়ারে সরকার কর্মসূচি আগামী দিনে সারা দেশে এমনকি অন্যান্য দেশের কাছে এক মডেল হিসেবে বিবেচিত হবে বলে দাবি করলেন হাওড়া জেলা গ্রামীণ তৃনমূল কংগ্রেসের মুখপাত্র সুকান্ত পাল, উলুবেড়িয়া প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে বলেন যে সারা ভারতবর্ষের কোনো রাজ্যের সরকারের এবং দেশের সরকার দুয়ারে সরকারের মতো অভিনব কর্মসূচি গ্রহণ করা তো দুরের কথা ভাবতেই পারে না, সাংবাদিক সম্মেলনে হাওড়া জেলা গ্রামীণ তৃনমূল কংগ্রেসের মুখপাত্র সুকান্ত পাল । 



দুয়ার সরকারের কর্মসূচি সম্পর্কে এক পরিসংখ্যান দিয়ে বলেন যে শুধুমাত্র স্বাস্থ্য সাথী প্রকল্পের জন্য প্রতি দিন দশহাজার পরিবার উপকৃত হচ্ছে। খাদ্য সাথী,জাতি সার্টিফিকেট,শিক্ষাশ্রী,জয়জহর,তপশিলি বন্ধু,কন্যাশ্রী,রুপশ্রী,ঐক্যশ্রী,কৃষক বন্ধু,মানবিক সহ সমস্ত প্রকল্পের জন্য স্বতস্ফূর্তভাবে মানুষের উপস্থিতি অভুতপূর্ণ,
AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com