সুদূর পুরুলিয়ায় গিয়ে দীন দরিদ্র আদিবাসীদের শীতবস্ত্র উপহার দিলেন বাগনান যুবক বৃন্দের সভাপতি রিমন পাঠক

রুপম দাস : দীর্ঘ লকডাউন চলাকালীন বাগনান যুবকবৃন্দ যেভাবে মানুষের পাশে থেকে দরিদ্র মানুষের আর্থিক সাহায্য থেকে বিভিন্ন জায়গায় চাল ডাল আলু যতদিন লকডাউন ছিল সেই সময় মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন। এবং যুবক বৃন্দের উদ্যোগে বাগনানের বিভিন্ন গ্রামের ভাত, ডাল, সবজি রান্না করে তাদের মুখে অন্ন তুলে দিয়েছেন। 
এইভাবে যুবক বৃন্দের সদস্যরা অসহায় দরিদ্র মানুষের কাছে পৌঁছে গেছেন। লকডাউন ওঠার পর বাগনান যুবক বৃন্দের সভাপতি- রিমন পাঠক ৪ ডিসেম্বর কোভিড আক্রান্ত হন 14 দিন পর রিমন পাঠক সুস্থ হয়ে বাড়ি ফেরেন, এবং ফিরে তার দুই সপ্তাহ পরে পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দেন পুরুলিয়ার গ্রামের অসহায় দরিদ্র আদিবাসী মানুষ যারা জীবিকা নির্বাহ করেন বনের কাঠ কেটে, চাষবাস করে সেই জন্য সেই গ্রামের মানুষদের কিছু কম্বল উপহার দেন।রিমন পাঠক জানান করোনা অতিমারি জন্য আমাদের সমস্ত যুবক বৃন্দের সদস্যরা সমস্ত জায়গায় যাচ্ছি অসহায় দরিদ্র মানুষের পাশে। 
তিনি বলেন লকডাউন এর প্রভাবে এই পুরুলিয়া গ্রামে তার প্রভাব পড়েছে অনেক, তাই আমাদের সাধ্য মত কিছু কম্বল এখানকার আদিবাসী মানুষদের উপহার দিলাম, এইভাবে বিভিন্ন জায়গায় মানুষের পাশে থেকে আমি ও আমার যুবক বৃন্দের সমস্ত সদস্য কাজ করতে চাই । তিনি বলেন পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে এসে আমার খুব ভালো লাগছে এখানকার আদিবাসী মানুষ এতটাই ভাল তাদের ব্যবহারে আমি মুগ্ধ ঈশ্বরের কাছে প্রার্থনা করি পুরুলিয়ার আদিবাসী মানুষ জন খুব ভাল থাকুন সুস্থ থাকুন



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com