শ্রমিক মেলার উদ্বোধন হলো উলুবেড়িয়ায়




নিজস্ব প্রতিবেদক,উলুবেড়িয়া

উলুবেড়িয়া শ্রমিক মেলার উদ্বোধন, স্বামী বিবেকানন্দকে  শ্রদ্ধা, সি পি এম এর শ্রমিক সংগঠন দ্বারা উক্ত মেলা প্রাঙ্গণে গোলমাল পাকানোর চেষ্টা ।   




"উলুবেড়িয়া শ্রমিক মেলা 2021 "এর উদ্বোধন হলো উলুবেড়িয়া উওর বিধানসভা কেন্দ্রের রাজাপুর থানার ইউনাইটেড ইট ভাটা সংলগ্ন ময়দানে ।উদ্বোধন করেন রাজ্যের শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ডাঃ নির্মল মাজি।প্রধান অতিথি ছিলেন ,উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিধায়ক পুলক রায় ।বিশেষ অতিথি ছিলেন উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিশ আলি ।সন্মানীয় অতিথিদের মধ্যে ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি সেখ ইলিয়াস ।   



    উদ্বোধনী ভাষণে ডাঃ নির্মল মাজি শ্রমিক মেলার তাৎপর্য বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন ।তিনি বলেন, মমতা ব্যানার্জি শ্রমিকদের প্রকৃত বন্ধু ।তিনি বলেন মমতা ব্যানার্জি যা কাজ করেছেন বা করছেন তা শ্রমিক সহ বাংলার মানুষ চিরকাল মনে রাখবেন ।স্বামী বিবেকানন্দ কম'ময় জীবন ও আদশে'র কথা ব্যাখ্যা করেন মন্ত্রী নির্মল মাজি।তিনি বিজেপি সিপিএম কংগ্রেসের তীব্র সমালোচনা করেন ।      প্রধান অতিথির ভাষণে বিধায়ক পুলক রায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মাটি মানুষের সরকার শ্রমিক কল্যাণে কি কি কাজ করেছেন তা ফিরিস্তি তুলে ধরেন ।তিনি স্বামী বিবেকানন্দের প্রতি প্রণাম জানিয়ে তাঁর বিদেশের খ্যাতি এবং সম্প্রীতির কথা তুলে ধরেন ।শ্রী পুলক রায় বলেন মমতা ব্যানার্জি যে কাজ করে চলেছেন তার বিকল্প নেই ।    বিধায়ক ইদ্রিশ আলি তাঁর বক্তব্যে স্বামী বিবেকানন্দের শিকাগো শহরের বক্তৃতার কথা তুলে ধরেন ।তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলে শ্রমিকরা যে সুবিধা পাচ্ছেন তা ইতিহাস হয়ে থাকবে ।          অন্যদের মধ্যে  উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সহ সভাধিপতি অজয় ভট্টাচার্য, শ্রী মদন মন্ডল, স্বামী পরমানন্দ,স্থানীয়  বিডিও অতনু দাস, স্থানীয় ওসি অজয় সিং প্রমুখ ।    




     উক্ত শ্রমিক মেলা সিপিএমের শ্রমিক সংগঠনের কিছু নেতা কমী'রা ঐ জায়গায় গোলমাল করার চেষ্টা করে ।তাদের বক্তব্য সরকারী অনুষ্টানে তৃনমূল কংগ্রেসের প্রচার চলছে ।তূনমুল কংগ্রেসের নেতারা বলেন এ অভিযোগ মিথ্যা ।সভার শেষে চব্বিশ জন পরিবহন শ্রমিক ও উনত্রিশ জন নিমা'ন শ্রমিকদের বেনিফিট প্রদান করা হয়।                    
AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com