সাত সকালেই ধুলাগড়ে আগুনে ভস্মীভূত আটটি দোকান,তিনটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে




নিজস্ব সংবাদদাতা,হাওড়াঃ

শুক্রবার সাত সকালেই সদর হাওড়ার সাঁকরাইল থানার ধুলাগড় ট্রাকটার্মিনালের কাছে থাকা মিষ্টি দোকানে আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পরে আশপাশের আরো বেশ কয়েকটি দোকানে। বাঁশের কাঠামো ও চাঁচালি দিয়ে দোকান গুলি তৈরী হওয়ায় আগুনের ভয়াবহতা আকার নেয়।আগুনের এতটাই তীব্র মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পরে ভস্মীভূত হয়ে যায় দোকানগুলি।


ঘটনাস্থলে দমকল দেরিতে আসায় ক্ষোভ সৃষ্টি হয় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। স্থানীয়দের চেষ্টায় আগুন নেভানোর চেষ্টা হলেও ব্যর্থ হয়। অবশেষে দমকলের তিনটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এই ঘটনার জেরে কেউ হতাহতা হয়নি। আগুন লাগার সঠিক কারন না জানা গেলেও দমকলকর্মীদের প্রাথমিক ধারনা সকালে কাজ চলাকালীন মিষ্টির দোকানের জ্বলন্ত চুল্লি থেকে এই অগ্নিসংযোগ ঘটে। আগুনের সঠিক কারন ক্ষতিয়ে দেখার পাশাপাশি তদন্ত শুরু করেছে দমকল।
AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com