নিজস্ব প্রতিবেদক,বারাসাত
উত্তর 24 পরগনা বারাসাত কাজিপাড়ার জগদিঘাটা স্পোর্টিং ক্লাব আয়োজিত নিজস্ব ফুটবল ময়দানে সারাদিনব্যাপী বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি শ্রী রতন কুমার দাস, সম্পাদক শেখ রাশেক আলি, সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাস্টের রাজ্য সম্পাদক ও বিশিষ্ট শিক্ষক আবু সিদ্দিক খান, ইমান আলি, ক্রীড়া সম্পাদক রেজাউল হক, বিশিষ্ট সমাজসেবী আলী আকতার, ইউনুস আলী, সওকাত আলি, শিক্ষক সাহাবুদ্দিন মন্ডল সহ ক্লাব সদস্য সাবির আলী শেখ মইদুল ইসলাম (পল্টু) আহমেদ হোসেন (বাপি) আব্দুল খালেক, কামাল প্রমুখ ব্যক্তিত্ব। খেলার ইভেন্ট গুলি হল 200 ও 100 মিটার রান, আলু দৌড়, চামচ গুলি, মিউজিক্যাল চেয়ার, গো অ্যাজ ইউ লাইক, হাই জাম্প লং জাম্প ইত্যাদি।
সকল ইভেন্টের প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদের আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয় ক্লাবের পক্ষ থেকে। এই খেলায় অংশগ্রহণ করেন বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা। ক্লাব সভাপতি, রতন কুমার দাস বলেন, জগদীঘাটা স্পোর্টিং ক্লাব সারাবছর সামাজিক বিভিন্ন কাজ করে থাকে তার মধ্যে অন্যতম এই খেলাধুলা। সিরাত সম্পাদক আবু সিদ্দিক খান মনীষীর কথা উদ্ধৃতি দিয়ে বলেন গীতা পাঠের থেকে খেলাধুলা ও শরীরচর্চা করা উত্তম। তাই বেশি বেশি করে খেলাধুলার প্রতি আমাদের জোর দিতে হবে। খেলাধুলা ছাত্র-ছাত্রীর মনকে বিকশিত করে। ক্লাব সম্পাদক সেখ রাশেক আলী বলেন, আমাদের ক্লাবের পক্ষ থেকে আগামী ফেব্রুয়ারি মাসে ১৬ দলীয় ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আপনারা সকলে ক্লাবের পাশে থাকবেন।