উলুবেড়িয়ায় কংগ্রেসের পদযাত্রা ও ডেপুটেশন,
আজকে শুক্রবার আট জানুয়ারি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি ও সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর ডাকে, হাওড়া জেলা কংগ্রেসে কমিটির আয়োজনে উলুবেড়িয়া স্টেশন থেকে গরুহাটা হয়ে উলুবেড়িয়া মহকুমা শাষকের করনের সামনে এক পদযাত্রা শেষে উলুবেড়িয়া এসডিও র কাছে হাওড়া জেলা কংগ্রেসের প্রতিনিধি মূলক ডেপুটেশন দেয়া হয়।
পদযাত্রা ও ডেপুটেশনে নেতৃত্বে দেন আমতার বিধায়ক আসিত বরণ মিত্র, প্রদেশ কংগ্রেস নেতা অলোক কোলে, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সেখ সামসুদ হোসেন,ডাঃ মুজাফফর হোসেন, উজ্জ্বল চৌধুরী, সম্পাদক গৌতম খাটুয়া, বিশ্বজিৎ মেউর,মহঃ মীরাজ শ্যামপুর 1নং ব্লকের সভাপতি মহানন্দ রায়, আরো অনে 2নং কংংগ্রেসে সভাপতি আতিয়ার রহমান খান,আমরা আলী,মাসিদুর রহমান,সমর রায়চৌধুরী,,আবুল কালাম নাজির সহ অনেকে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন। সারদা রোজভ্যালি সহ একশো একটি চিটফান্ডের টাকা লুটেপুটে খেয়ে কেউ আজ তৃণমূল আবার কেউ বিজেপি, আসলে এরা দুটো দল নয় এরা একটাই দল।আগে বাজারে গেলে একশো টাকায় ব্যাগ ভর্তি হতো সবজিতে, আর এখন লাগে তিনশো টাকা,দ্রব্যমূল আকাশ ছোঁয়া,গ্যাস, মুদিখানায়, সবজিতে প্রায় একশো টাকা দাম বেড়েছে,ডিজেল পেট্রল ও সেঞ্চুরি করতে চলেছে, এসব নিয়ে মমতা ও মোদী র সরকার দুটো মুখে তালা চাবি মেরে বসে আছে,আলু, পিঁয়াজ, সরষের তেল চল্লিশ,ডেরশো, একশো ষাট টাকা দিয়ে নিতে হয়েছে, কৃষকরা ফসলের দাম পাচ্ছেন না, দিল্লির বুকে লাখো লাখো কৃষক এই শীতের মরসুমে কনকনে ঠান্ডায় অনাহারে অর্ধাহারে খোলা আকাশের নীচে বসে মোদী সরকারের কালা কৃষি আইন এর বিরুদ্ধে লড়াইয় চালিয়ে যাচ্ছেন। বহু কৃষকের মৃত্যু হয় অসুস্থ হয়ে পড়েছেন, ভারতের অন্নদাতা দের প্রতিবাদ সমাবেশ আন্দোলনের ঘটনা মিডিয়াতে নেই আছে শুভেন্দু, রাজীব,শোভন, দিলীপ, সৌমিত্রর ঘটনা ক্রম ফলাও করে প্রচার করা হচ্ছে মিডিয়াতে, দরিদ্র দিনমজুর লাখ লাখ পরিজায়ী শ্রমীক, কৃষক, শ্রমিক, জাতপাত ধর্ম নিয়ে ভেদাভেদ করে খমতা দখলের লড়াই চলছে, আগামী দিনে রাজ্যের বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট ও কংগ্রেসের জোট সরকার গঠন করতে হবে আপনাদের।
কংগ্রেসের পদযাত্রা ও ডেপুটেশন সম্পর্কে বিজেপির ও তৃণমূল নেতৃত্ব গুরুত্ব দিতে নারাজ। উলুবেড়িয়া মহকুমা শাষক উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করবেন বলে সূত্রে জানা গেছে। আজকে কংগ্রেসের পদযাত্রা ও ডেপুটেশন ঘিরে কংগ্রেস নেতা কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ও উন্মাদনা ছিল লক্ষনীয় পর্যায়ক্রমে কংগ্রেস নেতৃত্ব বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও রাজ্যের সরকার কঠোর সমালোচনা করা হয়।