: বিষ' সাল বিদায়, সচেতনতার পাঠে 'ভয়েস অফ শ্যামপুর '
রবিবাসরীয় সকাল, বাজারে ব্যাস্ত বাঙালী । প্লাস্টিক ক্যারিব্যাগে মনের মতো করে কেনা মাছ ঢোকাতে গিয়ে বিপত্তি। পিছনে ভয়েস অফ শ্যামপুর 'এর কর্মীরা দাঁড়িয়ে বাধা দিলেন । বুঝিয়ে বললেন প্লাস্টিক ও থার্মোকল ব্যবহারের কুফল কি হতে পারে । বোঝালেন দোকানদারদেরও ।
শ্যামপুর বিদ্যাসাগর মুর্তির পাদদেশে জমায়েতের পর এভাবেই বেশ কিছু সময় বাজারে ঘুরে সচেতনতার প্রচার চালালো ভয়েস অফ শ্যামপুর ।
বিলি করা হল কাপড়ের তৈরী ব্যাগ।
প্লাস্টিক ও থার্মোকল দূষনের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির নিবিড় প্রচার কর্মসূচীতে স্লোগান ছিল- বিষ সাল বিদায়/ একুশে হোক শপথ গ্রহণ/ আসুন আমরা সবাই/ প্লাস্টিক থার্মোকল করি বর্জন ।
সচেতনতার এই প্রচারে সামিল হয়েছেন ,ড. অনুপ মাজী,খায়রুল বাশার, অমিত মণ্ডল, মিতা দলপতি, প্রণব মণ্ডল, সুরেশ পাল,উৎপল বেরা, দিব্যেন্দু সরকার প্রমুখ সমাজ সেবিরা ।