পশ্চিমবঙ্গ আল কুরআন ফাউন্ডেশন আয়োজিত সিরাতুননবী কনফারেন্স ও এসো কুরআন শিখি সেমিনার এবং গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রাজারহাট সত্যজিৎ রায় ভবনে। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয়। প্রথমে সংগঠনের সম্পাদক জনাব মাওলানা জাবিদ আলি স্মারক বক্তৃতা দেন।
এছাড়া বক্তৃতা দেন, কনফারেন্সের প্রধান অতিথি জমিয়তে উলামায়ে বাংলার সম্পাদক পীরজাদা মেহরাব সিদ্দিকী, ফ্রন্টপেজ অ্যাকাডেমীর চেয়ারম্যান মাওলানা কামরুজ্জামান, নাখোদা মসজিদের ইমাম কারী সফিক কাসেমী, সিরাত সম্পাদক ও বিশিষ্ট শিক্ষক আবু সিদ্দিক খান, জমিয়তে ইসলামী হিন্দের মোঃ নুরউদ্দিন, সাউদ আলম, আইনজীবি মফাক্কেরুল ইসলাম, আব্দুস সামাদ, তারাবিয়া ইন্টারনাশনাল ইংলিশ মিডিয়াম স্কুলের আজিজুর রহমান, সাইফুদ্দিন নাদবী, গজল শিল্পী ইমরান প্রমুখ। পঃবঃ আল কুরআন ফাউন্ডেশনের ডাইরেক্টর
জবেদ আলি বলেন, "এসো সহজে কুরআন শিখি " ১৬ পৃষ্ঠার পুস্তক প্রকাশ করার উদ্দেশ্য হলো যাতে গ্রাম গঞ্জের মা,বোন, ভাই, বাচ্চারা অতি সহজে কুরআন বিশুদ্ধেভাবে শিখতে পারে। আমাদের ফাউন্ডেশনের অন্যতম প্রয়াস এই সিরাতুন নবী কনফারেন্স ও এসো সহজে কুরআন শিখি।
সমগ্র অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে সঞ্চালনা করেন হাফেজ আজিজুদ্দিন। অনুষ্ঠানে স্থানীয় ইমাম মুয়াজ্জিনদের ও ফাউন্ডেশনের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকল বক্তাই জাবেদ আলি সাহেবের এই কাজকে কুর্নিশ জানায়। শেষে পীরজাদা মেহরাব সিদ্দিকী সাহেবের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।